এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > খোদ সিপিএমের পার্টি অফিসে বিজেপির ছাত্র সংগঠনের পোষ্টার, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে

খোদ সিপিএমের পার্টি অফিসে বিজেপির ছাত্র সংগঠনের পোষ্টার, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী 28 তারিখে বামেদের ব্রিগেড সমাবেশ। আর তাই নিয়েই চলছে রাজ্য রাজনীতিতে জোরদার চর্চা। রাজ্যের বিভিন্ন জায়গায় ব্রিগেড সমাবেশে যোগদানের জন্য ইতিমধ্যেই ব্যাপক প্রচার চলছে বামেদের পক্ষ থেকে। কিন্তু সেই প্রচার পর্বেই এবার অন্য অশান্তি। ব্রিগেড সমাবেশে যোগদানের জন্য দেওয়াল লিখনের ওপর বিজেপির ছাত্র সংগঠনের পোস্টার দেওয়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হলো দক্ষিণ 24 পরগণার ডায়মন্ড হারবার পুর এলাকায়। সিপিএম এবং বিজেপি কর্মীদের তরজায় পরিস্থিতি যথেষ্ট উত্তেজক হয়ে ওঠে।

সূত্রের খবর, আগামী 28 শে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে যোগদানের জন্য ডায়মন্ড হারবার ১ নম্বর এরিয়া কমিটির সিপিএমের পার্টি অফিসে চলছে দেওয়াল  দেওয়াল লিখন ও পোস্টার ক্যাম্পেনিং। কিন্তু সিপিএম পার্টি অফিসের দেওয়ালে ব্রিগেড যাবার বার্তার ওপর হঠাৎ করে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি দলীয় কর্মসূচি পোস্টার মারা। আর তাই নিয়েই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনার জেরে সিপিএম ও বিজেপি কর্মীদের মধ্যে বিবাদ শুরু হয়। এবং সিপিএম কর্মী-সমর্থকরা শনিবার সন্ধ্যেবেলা এই ঘটনার প্রতিবাদ জানাতেই ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। তবে মহকুমা পুলিশ এসে তাঁদের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিএম নেতারা অভিযোগ করেছেন, বিজেপি তাঁদের ছাত্র সংগঠনকে দিয়ে সিপিএমের পার্টি অফিসের ব্রিগেড সমাবেশের সমর্থনে যে দেওয়াল লিখন হয়েছিল তা নষ্ট করেছে। পাশাপাশি তাঁদের প্রচারের ওপর নতুন করে এবিভিপির পোস্টার পড়েছে। পাশাপাশি সিপিএম নেতা দেবাশীষ ঘোষ আরও অভিযোগ করেন, স্থানীয় বিধায়ক দীপক হালদার বিজেপিতে যোগ দেবার পরে এলাকাজুড়ে অশান্তি বৃদ্ধি পেয়েছে। সিপিএমের দাবি, বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির পোষ্টার তাঁদের পার্টি অফিসের দেওয়াল থেকে সরিয়ে ফেলতে হবে। 

 তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বিধায়ক দীপক হালদার সিপিএমের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।বরং তিনি এই ঘটনার নেপথ্যে সিপিএমের চক্রান্ত দেখছেন। দীপক হালদার জানিয়েছেন, এই কাজ এবিভিপির নয়। তিনি দাবি করেছেন, বিজেপি এ ধরনের কোন কাজ করতে পারেনা। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিএম লিখিতভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। 

খুব স্বাভাবিকভাবেই সিপিএমের পার্টি অফিসে বিজেপির ছাত্র সংগঠনের পোষ্টার পড়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, একুশের বিধানসভা নির্বাচনের আগে এ ধরনের ঘটনা ক্রমাগত ঘটতে থাকলে বিভিন্ন এলাকায় কিন্তু রাজনৈতিক অশান্তি ক্রমাগত বৃদ্ধি পাবে। আপাতত বাম-বিজেপির এই চাপানউতোর বন্ধ করতে প্রশাসন কি সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!