এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > খোদ যুবরাজের গড়েই এবার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল বিধায়কের, দেখা করলেন বিজেপি নেতার সঙ্গে

খোদ যুবরাজের গড়েই এবার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল বিধায়কের, দেখা করলেন বিজেপি নেতার সঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর দলত্যাগের পর থেকেই তৃণমূলে ক্রমশ বাড়ছে বিদ্রোহী বিধায়কের সংখ্যা। এরপর শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর দলের ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। দলের একের পর এক বিধায়ক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। যার ফলে প্রবল অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল।

প্রসঙ্গত, একটা সময় দক্ষিণ ২৪ পরগনা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের গড় বলে পরিচিত ছিল। তাই তিনি যদি বিজেপিতে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করেন, তবে, চাপ বাড়তে পারে শাসকদলের। সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছুদিন আগে সাক্ষাৎ করলেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। যদিও তাঁদের সেই সাক্ষাৎকে তিনি সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন। তবে, একটা সময় বিধায়ক দীপক হালদার শোভন চট্টোপাধ্যায়ের যথেষ্ট ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, ইতিপূর্বে ডায়মন্ড হারবারে দুটি সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দুটি সভাতেই তাৎপর্যপূর্ণ ভাবে অনুপস্থিত ছিলেন বিধায়ক দীপক হালদার। ফলে তাকে নিয়ে অস্বস্তি বাড়ছিল শাসকদল তৃণমূলের। এবার দলের বিরুদ্ধে বোমা ফাটালেন তিনি। দলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে দীপক হালদার জানালেন যে, গত সাড়ে ৪ বছরে কাজ করতে পারেননি তিনি। ডায়মন্ড হারবারের মানুষই এর যোগ্য জবাব দেবেন।

এখানেই শেষ নয়, দলের প্রতি তিনি জানিয়েছেন যে, দল যদি মনে করে তাঁর পরিবর্তে অন্য কাউকে এখানে প্রার্থী করলে দল ভালো ফল করবে, তবে সেটা করতে পারে দল। তার এই বক্তব্যে তীব্র অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। প্রসঙ্গত শাসকদল তৃণমূলের শক্তিশালী গর হলো দক্ষিণ ২৪ পরগনা, যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা।

এই জেলা থেকে তিনি দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন। এবার তাঁর গড়েই তৃণমূলের বিধায়ক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যথেষ্ট অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল। বিধায়ক দীপক হালদারের এই পদক্ষেপ দলের বিরুদ্ধে ক্ষুব্ধদের ক্ষোভের আগুনে ঘি ঢালতে পারে বলে মনে করছেন একাধিক বিশ্লেষক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!