এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > খোদ মুখ্যমন্ত্রীর সভায় জমছে না ভিড়, উদ্বেগ বাড়ছে শাসকদলের, হাসি চওড়া গেরুয়া শিবিরের

খোদ মুখ্যমন্ত্রীর সভায় জমছে না ভিড়, উদ্বেগ বাড়ছে শাসকদলের, হাসি চওড়া গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই খোদ মুখ্যমন্ত্রীর একাধিক সভায় ঘটছে না উপযুক্ত জনসমাগম। যার ফলে বারবার বিজেপির কটাক্ষের মুখে পড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল। গতকাল মুখ্যমন্ত্রীর এক জনসভায় যোগদান করেছিলেন একাধিক সঙ্গীতশিল্পী, কিন্তু এর পরেও ভিড় তেমন জমেনি। তবে, শুধু গতকালই নয়, ইতিপূর্বেও মুখ্যমন্ত্রীর আরো কিছু সভাতেও এমন ঘটনা ঘটেছে। এই বিষয় নিয়ে কখনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, কখনো বা সরাসরি কটাক্ষ্য করে তৃণমূলকে বিঁধতে শুরু করলো গেরুয়া শিবির।

প্রসঙ্গত গত রবিবার বিকেলে নন্দীগ্রামে জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন রেয়াপাড়া শিব মন্দিরে তিনি জনসভা করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী ও জনপ্রিয় গায়িকা অদিতি মুন্সি। জানা যায় এই জনসভায় উপযুক্ত জমায়েত দেখা যায়নি। এবার এই বিষয় নিয়ে ভিডিও পোস্ট করে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। একটি ভিডিও পোস্ট করেছে বিজেপি। যে ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘নন্দীগ্রাম থেকে টাকা পিসি’। এই ভিডিওতে দেখানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বক্তব্য রাখছেন, কিন্তু আশেপাশে ভিড় তেমন একটা নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে, মুখ্যমন্ত্রীর খড়্গপুরের জনসভার একটি ভিডিও পোস্ট করেছিলো বিজেপি। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, সভার বেশ কিছু অংশ ফাঁকা রয়েছে। এই ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য কটাক্ষ করেছিলেন যে, লোক হচ্ছে না মুখ্যমন্ত্রীর জনসভায়। যদিও মুখমন্ত্রী জানিয়েছিলেন যে, সেদিন সময় বিভ্রাটের কারণে আসতে পারেন নি অনেকে। নির্ধারিত সময়ের পূর্বেই সেদিন সভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী।

আবার গতকাল ঠাকুরচকে মুখ্যমন্ত্রী একটি জনসভা করেছিলেন। যে জনসভায় যোগদান করেছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি, শ্রীরাধা বন্দোপাধ্যায় প্রমুখরা। কিন্তু এই সভাতেও তেমন একটা ভিড় দেখা যায়নি। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এই সভা থেকে মুখ্যমন্ত্রীর চোখা চোখা বক্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন হতাশায় ভুগছেন। বিপুল অর্থ খরচ করে, হেলিকপ্টারে করে, অটো, টোটো নিয়ে প্রচারে নেমেছেন তিনি। কিন্তু জমছে না লোক। তাই রেগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি বুঝতে পেরেছেন যে, তিনি হারতে বসেছেন।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!