এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ক্ষমতা দখলের ব্যাপারে আত্মপ্রত্যয়ী হয়েও কেন এই ভরাডুবি? প্রকাশ্য সভায় বোমা ফাটালেন শুভেন্দু!

ক্ষমতা দখলের ব্যাপারে আত্মপ্রত্যয়ী হয়েও কেন এই ভরাডুবি? প্রকাশ্য সভায় বোমা ফাটালেন শুভেন্দু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 সালে বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য উঠেপড়ে লেগেছিল, তাতে বিজেপি শুধু নয়, তৃণমূলের অনেকেও এই ব্যাপারে চিন্তাগ্রস্থ হয়ে পড়েছিলেন। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা যাবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের অন্দরমহলেও। যদিও বা 200 আসন নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করা বিজেপির স্বপ্ন কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে 77 টি আসন পেয়ে বিরোধী দলের জায়গা দখল করেছে ভারতীয় জনতা পার্টি।

আর দলের ক্ষমতা দখল করার ব্যাপারে এত স্বপ্ন থাকলেও, কেন তা মোহভঙ্গ হয়ে গেল, এখন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দলীয় আলোচনায়। ইতিমধ্যেই বিজেপির এই ভরাডুবির কারণে দলের এক নেতা অপর নেতার দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছেন। আর এবার অবশেষে এই গোটা বিষয় নিয়ে মুখ খুলতে দেখা গেল বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যেখানে আত্মতুষ্টির কারণেই যে এই রকম ফলাফল হয়েছে, তা তুলে ধরলেন তিনি। অর্থাৎ দল ক্ষমতায় আসবে, এই কথা ধরে নিয়ে বেশ কিছু নেতারা নিজেদের বিধানসভা নিয়ে বেশি মাথা ঘামাননি। আর তার কারণেই অনেক বিধানসভা কেন্দ্রে দলকে হারতে হয়েছে বলে বুঝিয়ে দিলেন শুভেন্দুবাবু।

সূত্রের খবর, এদিন চন্ডীপুরে বিজেপি নেতা কর্মীদের নিয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে দলের এই ভরাডুবি সম্পর্কে মুখ খুলতে দেখা যায় তাকে। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “অনেকেই রাজ্যের 294 টি আসনের মধ্যে 170 থেকে 180 টা তো হয়েই যাবে ভেবে আত্মতুষ্টিতে ভুগেছেন। নিজেদের প্রার্থীদের সম্পর্কে খারাপ কথা বলেছেন। আর এভাবেই অনেকেই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছেন। অনেকেই ধরে নিয়েছিলেন, খেজুরি, নন্দীগ্রাম, ভগবানপুর, নন্দকুমারে তো জিতে গিয়েছি। কাজেই চন্ডিপুর হারলে হারুক। আত্মতুষ্টির এই মনোভাবের জন্যই আমাদের পরাজয় ঘটেছে। ভারত মাতার সন্তান হিসেবে বিজেপি করতে গেলে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ টু হওয়া থেকে বাঁচাতে গেলে গেরুয়া পতাকাটাকে আঁকড়ে ধরতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর বিজেপির নানা নেতাদের কথা সামনে এসেছিল। এক্ষেত্রে অনেকেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের শাসনের কথা যেমন তুলে ধরেছিলেন, আবার অনেকে রাজ্য নেতৃত্বের কথা তুলে ধরে সরব হয়েছিলেন। তবে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কিন্তু অবশেষে মুখ খুলে আত্মতুষ্টি যে তাদের পরাজয়ের প্রধান কারণ, তা বুঝিয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

বিশেষজ্ঞদের মতে, এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী চয়ন ঠিক হয়নি বলে ভোটে বিপর্যয়ের পরে অভিযোগ উঠতে শুরু করেছিল বিজেপির অন্দরে। সেদিক থেকে তৃণমূল থেকে আসা নেতাদের বেশি পরিমাণে গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছিলেন একাংশ। যা নিয়ে নানা আলোচনা হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন যে, আত্মতুষ্টি করা খুব একটা ঠিক হয়নি। রাজ্যে দল ক্ষমতায় আসবে বা অন্যান্য বিধানসভা কেন্দ্রে দল জয়লাভ করবে, এই ভেবে নিজের বিধানসভা কেন্দ্রের দিকে অনেক বিজেপি কর্মী মনোযোগী হননি।

আর সেই কারণেই দলের এই ভরাডুবি সামনে এসেছে বলে নিজের মন্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। তবে ভরাডুবি হলেই যে ভেঙে পড়ার কিছু নেই, আগামী দিনের জন্য যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, সেই কথাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য বিজেপি নেতা কর্মীদের কাছে কতটা গ্রহণযোগ্য হয় এবং আগামী দিনে আত্মতুষ্টিকে পেছনে রেখে কিভাবে পথ চলে ভারতীয় জনতা পার্টি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!