এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ক্ষমতা হাতছাড়া বিজেপির, উত্তরবঙ্গে বড় জয় তৃণমূলের!

ক্ষমতা হাতছাড়া বিজেপির, উত্তরবঙ্গে বড় জয় তৃণমূলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করতে না পারার পরেই একের পর এক অন্য দল থেকে আসা নেতা কর্মীরা আবার বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দিতে শুরু করেন। নীচুতলা থেকে শুরু করে উপরতলায় গেরুয়া শিবির ব্যাপক ভাঙ্গনের মুখে পড়ে যায়। তাদের দখলে থাকা একের পর এক পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ সদস্যরা দল বদল করে বিজেপিকে চাপের মুখে ফেলে দেয়। আর এবার মালদহ জেলায় বড়সড় চাপের মুখে পড়ে গেল ভারতীয় জনতা পার্টি। যেখানে বিজেপির নিজেদের দখলে থাকা কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত চলে গেল তৃণমূল কংগ্রেসের হাতে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে 15 আসন বিশিষ্ট এই কোতোয়ালী গ্রাম পঞ্চায়েতের বিজেপি ছয়, তৃণমূল পাঁচ এবং কংগ্রেস চারটি আসন পায়। পরবর্তীতে তৃণমূল এবং কংগ্রেস জোট গঠন করে এই পঞ্চায়েতের ক্ষমতা দখল করে। কিন্তু এবার সেখানে চাপের মুখে পড়ে গেল ভারতীয় জনতা পার্টি। যেখানে তাদের তিনজন সদস্য এবার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তৃণমূলের শক্তি এখানে অনেকটাই বৃদ্ধি পেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কেন বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যুক্ত হলে? এদিন এই প্রসঙ্গে বিজেপি থেকে আসা পঞ্চায়েত সদস্য বাবলু ঘোষ বলেন, “বিজেপিতে থেকে মানুষের হয়ে কাজ করার সুযোগ নেই। তাই মানুষের জন্য কাজ করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে বিজেপির গুরুত্বপূর্ণ সদস্য তৃণমূল কংগ্রেসের যুক্ত হওয়ার কারণে রীতিমতো উজ্জীবিত ঘাসফুল শিবির। এদিন এই প্রসঙ্গে ব্লক তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিংহ বলেন, “আগামী কিছুদিনের মধ্যে এককভাবে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস।” অর্থাৎ এতদিন জোটের মধ্যে দিয়ে তৃণমূলকে এই পঞ্চায়েতের ক্ষমতা নিজেদের হাতে রাখতে হয়েছিল। কিন্তু বিজেপির দুই সদস্যের যোগদানের পর আবার এক সদস্য তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়ায় তৃণমূল একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। যার ফলে আগামী দিনে এই পঞ্চায়েত নিজেদের হাতে রেখে তৃণমূল রীতিমতো বিরোধীদের চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের পর আবারও উত্তরবঙ্গে শক্তিবৃদ্ধি হল ঘাসফুল শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!