এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ক্ষমতায় আসতেই বন্ধ হয়ে গেল মমতার সাধের প্রকল্প, দুর্নীতির অভিযোগে সরব জনতা!

ক্ষমতায় আসতেই বন্ধ হয়ে গেল মমতার সাধের প্রকল্প, দুর্নীতির অভিযোগে সরব জনতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2011 সালে প্রথম ক্ষমতায় আসার পর নিজের মস্তিষ্কপ্রসূত একের পর এক পরিকল্পনা করে প্রকল্প রূপায়নের মধ্যে দিয়ে রাজ্যের উন্নতির চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেকার যুবকদের জন্য যুবশ্রী, মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে এবং অগ্রগতির ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কন্যাশ্রী, স্কুলে যাওয়ার সুবিধার জন্য সবুজসাথী সহ একাধিক প্রকল্প গড়ে কার্যত সারাদেশে নজির গড়েছিল পশ্চিমবঙ্গ সরকার।

তবে এই সমস্ত প্রকল্পের পাশাপাশি আরও একটি উল্লেখযোগ্য প্রকল্প পথশ্রী প্রকল্প। যে প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যের সড়ক ব্যবস্থার ব্যাপক মানোন্নয়নের চেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। মূলত রাস্তার মানোন্নয়ন সহ সড়ক ব্যবস্থা নিয়ে যাতে মানুষের কোনো অভিযোগ না থাকে, তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথশ্রী প্রকল্প চালু করেছিলেন।

কিন্তু মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে তা বন্ধ করে দিতে চলেছে সাধারন মানুষ। বলা বাহুল্য, মাত্র সাত দিন আগে রাস্তা তৈরি হলেও, এখন তার জরাজীর্ণ দশা। তাই এই পরিস্থিতিতে নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করার অভিযোগ তুলে যে সংস্থা রাস্তা তৈরি করছে, তা বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন মালদহের মানিকচক মথুরাপুর অঞ্চলের বাজারপাড়া গ্রামের বাসিন্দারা।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি এই পথশ্রী প্রকল্পের মাধ্যমে মথুরাপুর বাজার মোড় থেকে মানিকচক ডেলি মার্কেট পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। যে কাজের জন্য বরাদ্দ করা হয় প্রায় সাড়ে 3 কোটি টাকা। কিন্তু সাত দিন আগে রাস্তা তৈরির কাজ শুরু হওয়ার সাথে সাথেই এখন সেখান থেকে বালি এবং পাথর বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে। যার জেরে রীতিমত ক্ষিপ্ত হয়ে উঠেছেন সাধারণ বাসিন্দারা। রাস্তা তৈরির সাত দিনের মধ্যেই যদি এই দশা হয়, তাহলে সামনে বর্ষা আসছে। তখন এই রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব হবে না বলেই দাবি করছেন স্থানীয়রা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার জেরে এখন রীতিমত বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তারা। স্বাভাবিক ভাবেই সাধের প্রকল্প তৈরি করে সড়ক ব্যবস্থা নিয়ে যাতে মানুষের কোনো অভিযোগ না থাকে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নাম দিয়েছিলেন পথশ্রী প্রকল্প। কিন্তু নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করার অভিযোগ তুলে দেওয়ায় মুখ্যমন্ত্রীর সাধের এই প্রকল্প বন্ধ করে দিলেন মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের মথুরাপুর অঞ্চলের বাজার পাড়া গ্রামের বাসিন্দারা। যার জেরে ব্যাপক অস্বস্তিতে নির্মাণকারী সংস্থা সহ জেলা প্রশাসন।

কেন রাস্তা তৈরির কিছুদিনের মধ্যেই প্রয়োজনীয় সামগ্রী সেখান থেকে উঠে আসছে? কেন এই গলদ? এদিন এই প্রসঙ্গে নির্মাণকারী সংস্থার ম্যানেজার নারায়ন চৌধুরী বলেন, “রাস্তার কাজে যে মালপত্র ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত নিম্নমানের। যার কারণে রাস্তা তৈরির পরেই তা ভেঙে গিয়েছে। আগামীতে আরও ভালো মালপত্র দিয়ে কাজ করা হবে।” অর্থাৎ কাজের ক্ষেত্রে যে নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে, তা কার্যত স্বীকার করে নিলেন নির্মাণকারী সংস্থার ম্যানেজার। যার জেরে আরও চাপের মুখে পড়ে গেল সরকারের সড়ক ব্যবস্থা মানোন্নয়নের সদিচ্ছার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!