এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া সিদ্ধান্ত, উত্তরবঙ্গে জানিয়ে দিলেন অমিত শাহ!

ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া সিদ্ধান্ত, উত্তরবঙ্গে জানিয়ে দিলেন অমিত শাহ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে বারবার অনুপ্রবেশকারীদের নিয়ে অভিযোগ করতে শোনা গেছে ভারতীয় জনতা পার্টিকে। এক্ষেত্রে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুপ্রবেশকারীদের রমরমা বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। এমনকি তাদের আশ্রয় দিচ্ছে রাজ্যের শাসক দল বলেও সরব হয়েছেন বিজেপি নেতারা। ইতিমধ্যেই রাজ্যের দু’দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। সামনেই তৃতীয় দফার নির্বাচন।

যেখানে উত্তরবঙ্গের একাধিক আসনে ভোট রয়েছে। তাই এবার সেই উত্তরবঙ্গের নির্বাচনী প্রচারে এসে অনুপ্রবেশকারীদের আটকাতে বিজেপি ক্ষমতায় এলে কি করা হবে, তা জানিয়ে দিলেন দলের সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে একমাত্র বিজেপিই অনুপ্রবেশকারীদের আটকাতে পারে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, আজ উত্তরবঙ্গে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশকারীদের নিয়ে মন্তব্য করেন তিনি। কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের কথা তুলে ধরে অমিত শাহ বলেন, “নিশীথ প্রামানিক প্রায় বলেন, অনুপ্রবেশকারীদের নিয়ে ভাবুন। আপনারা বলুন, অনুপ্রবেশকারীদের নিয়ে আপনাদের চিন্তা হয় কিনা?  আপনারাই বলুন, মমতা দিদির সরকার হলে অনুপ্রবেশ বন্ধ হবে? একমাত্র বিজেপিই এটা আটকাতে পারে। আপনাদের নিশ্চিন্ত করছি, মানুষ তো দূরের কথা, পাখিও যাতে সীমান্ত পেরিয়ে ঢুকতে না পারে, তার ব্যবস্থা করব।” স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, অমিত শাহ এই মন্তব্য করে উত্তরবঙ্গের চিরাচরিত সমস্যাকে মোকাবিলা করার চেষ্টা করলেন। এক্ষেত্রে তৃণমূল সরকার আসলে কোনোভাবেই অনুপ্রবেশ বন্ধ হবে না বলে তৃণমূলের বিরুদ্ধে মানুষের মনের ক্ষোভকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে বিজেপি অভূতপূর্ব ফলাফল করেছিল।

তবে এবার সেই ফলাফল যাতে অব্যাহত থাকে, তার জন্য মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। আর সেই কারণেই উত্তরবঙ্গের মাটিতে পা রেখে প্রথমেই অনুপ্রবেশ বন্ধ করার জন্য বিজেপিকে সমর্থন করার আবেদন রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যা ভোটের মরসুমে অমিত শাহের পক্ষ থেকে কার্যত মাস্টারস্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!