ক্ষমতায় এলে বাংলায় এই আইন প্রয়োগ করতে চায় বিজেপি! জেনে নিন বিজেপি রাজনীতি রাজ্য January 15, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আরও বেশ কয়েক মাস বাকি রয়েছে। কিন্তু তার আগে যেভাবে বাংলা দখলকে কেন্দ্র করে নানা পরিকল্পনা করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি, তাতে রীতিমত গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যজুড়ে। ইতিমধ্যেই বাংলায় এসে ক্ষমতায় এলে সোনার বাংলা গঠন করা হবে বলে জানিয়ে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় স্তরের হাইপ্রোফাইল নেতারা। আর এবার বাংলাতে ক্ষমতায় এলে ধর্মান্তকরণ বিরোধী আইন চালু করতে চায় বিজেপি বলে জানিয়ে দিলেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী নরোত্তম মিশ্র। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যজুড়ে। এমনিতেই বিজেপি ক্ষমতায় আসলে রাজ্যে হিংসার পরিবেশ সৃষ্টি হবে বলে অভিযোগ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে পাল্টা তৃণমূলের সেই যুক্তি খন্ডন করে নিজেদের মত করে যুক্তি দেওয়া হচ্ছে। আর এবার মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী বাংলায় এসে ধর্মান্তকরণ বিরোধী আইন ক্ষমতায় এলে বাংলাতে চালু করা হবে বলে জানিয়ে দিলেন। সূত্রের খবর, সম্প্রতি বাংলায় নির্বাচনের কাজ তদারকি করতে আসেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী নরত্তোম মিশ্র। বাংলায় পা রেখেই তিনি বলেন, “মধ্যপ্রদেশে এই আইন চালু হওয়ার পর এবারে বাংলার বুকে সেই আইন চালু করা হবে।” আর বিজেপি সরকারের মধ্যপ্রদেশের মন্ত্রীর এই কথা প্রকাশ্যে আসার পরই অনেকে বলতে শুরু করেছেন, বাংলায় আগামী বিধানসভা নির্বাচনে মেরুকরণের পক্ষেই হাঁটতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আর বাংলায় যেহেতু বেশি পরিমাণে হিন্দু রয়েছে, তাই সেই হিন্দু ভোটকে নিশ্চিত করার জন্যই তাদের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে দাবি একাংশের। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বলা বাহুল্য, বাংলায় হিন্দু ভোটারের সংখ্যা 70 শতাংশ। সংখ্যালঘু ভোটার রয়েছে 30 শতাংশ। স্বাভাবিকভাবেই বিজেপি চেষ্টা করছে, এই 70 শতাংশ হিন্দু ভোটারকে নিজেদের দিকে টানতে। এক্ষেত্রে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম পাখির চোখ। তাই এমতাবস্থায় সংখ্যালঘু ভোট নিয়ে কাটাকুটি খেলা যদি খেলা যায়, তাহলে বিজেপি অনেক আসনে জয়লাভ করতে পারে। আর এই অবস্থায় মেরুকরণের রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে আরও চাপে ফেলে দেওয়ার জন্য এই ধরনের কৌশল নিতে শুরু করেছে বলে দাবি একাংশের। একাংশ বলছেন, এর আগে ধর্মান্তকরণ বিরোধী আইন বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে চালু হয়েছিল। আর এবার বাংলায় ক্ষমতায় এলে সেই আইন চালু করা হবে বলে দাবি করলেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী নরোত্তম মিশ্র। আর একথা বলে তিনি বাংলার হিন্দু সমাজের মনে বিশ্বাস স্থাপনের চেষ্টা করলেন বলেই দাবি করছেন একাংশ।স্বাভাবিকভাবেই মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রীর ধরনের বক্তব্য প্রকাশ্যে আসার পর এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে আক্রমণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -