এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ক্ষমতায় এসে ফের প্রশাসনিক পদে রদবদল মমতার, জেনে নিন

ক্ষমতায় এসে ফের প্রশাসনিক পদে রদবদল মমতার, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নির্বাচন চলার কারণে বেশ কিছু প্রশাসনিক কর্তা ব্যক্তিরা পদে বদল এনেছিল নির্বাচন কমিশন। যার পরিপ্রেক্ষিতে নির্বাচনের সময় কমিশনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তার সরকার আবার রাজ্যের ক্ষমতা দখল করলে তিনি যে নিজের মত করে প্রশাসনিক মন্ডলী সাজাবেন, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল।

আর তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই যে সমস্ত জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন, সেই সমস্ত জেলায় আবার নিজেদের মত করে গোটা বিষয়টি সাজাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের সরকার। আর এবার রাজ্য প্রশাসনের আবার রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নির্বাচনের সময় কমিশনের পক্ষ থেকে যে দুজন আধিকারিককে নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদেরকে সরিয়ে দিয়ে আবার নতুন করে প্রশাসনিক ব্যবস্থা সাজানো হল।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনের সময় রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক প্রশাসনিক কর্তা ব্যক্তিদের পদে বদল আনা হয়। যেখানে রাজ্য প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি সংঘমিত্রা ঘোষকে কমিশনের অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার পদে আনা হয়। আর তৃতীয় বার ক্ষমতায় আসতে না আসতেই সেই সংঘমিত্রা ঘোষকে তার পুরনো পদে নিয়ে এল রাজ্য সরকার।

পাশাপাশি অ্যাডিশনাল চিফ ইলেক্টরাল অফিসার স্মারকি মহাপাত্রকে তার পদ থেকে সরিয়ে দিয়ে রাজ্য অর্থ সচিবের সচিব পদে নিযুক্ত করা হল। আর ক্ষমতায় আসার নিজের মত করে আবার আধিকারিকদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার নিয়োগ করায় ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলতে শুরু করেছেন, নিজের পছন্দমত আধিকারিকদের দিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধে হয়। এক্ষেত্রে নির্বাচনের সময় কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। কেননা আইন-শৃংখলার দায়িত্ব তখন নির্বাচন কমিশনের হাতে থাকার কারণে তারা বেশকিছু অফিসারকে বিভিন্ন জায়গায় বদল করতে শুরু করেন। স্বাভাবিক ভাবেই এর ফলে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন বিজেপির কথা মত কাজ করছে বলে অভিযোগ করতে দেখা যায় তাকে।

আর তৃতীয়বার ক্ষমতায় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যে নতুন করে আবার সেই সমস্ত আধিকারিকদের আগের পদে ফিরিয়ে আনবে, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। সেই মত করে ক্ষমতায় আসার পরেই যে সমস্ত জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাদের আবার পুরনো পদে বহাল রাখার কাজ শুরু করে দেয় তৃণমূল কংগ্রেস ও তাদের পরিচালিত রাজ্য সরকার। আর এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে দুজন আধিকারিককে ভোটের সময় নিয়োগ করা হয়েছিল, তাদেরকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!