এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ক্ষতবিক্ষত গণতন্ত্র, পৌরসভা ভোট নিয়ে বিস্ফোরক তথ্য! চাপে তৃণমূল!

ক্ষতবিক্ষত গণতন্ত্র, পৌরসভা ভোট নিয়ে বিস্ফোরক তথ্য! চাপে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে আবারও করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। হু হু করে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। তার মাঝেই রাজ্যের চার পৌরসভার নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে এই সময়ে নির্বাচন করানোর উদ্দেশ্য কি, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। যখন বিধি-নিষেধ দিয়ে রাজ্যের স্কুল-কলেজ সহ একাধিক ক্ষেত্র বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন নির্বাচন করিয়ে মানুষের জীবনে বিপদ ডেকে আনা হচ্ছে কেন, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আর এই পরিস্থিতিতে গণতন্ত্র ক্ষতবিক্ষত করে দেওয়া হচ্ছে বলে দাবি করে বর্তমান সময়ে নির্বাচনের আসন উদ্দেশ্যের কথা জানিয়ে দিলেন বিজেপির দিলীপ ঘোষ। যার জেরে যথেষ্ট চাপে পড়ে গেল রাজ্যের শাসক দল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এদিন বিধাননগরে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে যান দিলীপ ঘোষ। আর সেখানেই ভোট এবং রাজ্য সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যেখানে সংক্রমণ নেই, সেখানে ভোট বন্ধ করার জন্য উঠেপড়ে লেগেছে। আর যেখানে বাড়িতে বাড়িতে করোনা, পাড়ায় পাড়ায় করোনা, তাতেও বিধাননগরে ভোট হবে। সরকারের বড় নেতা নাকি বলছেন, ভোট হওয়া উচিত না। আমরা বাড়িতে যাচ্ছি, লোক দরজা খুলছে না করোনার ভয়ে। দু’বছর যখন করেনি, দুমাস পিছিয়ে দিতে পারতো। মেলা বন্ধ হচ্ছে, খেলা বন্ধ হচ্ছে, স্কুল-কলেজ বন্ধ হচ্ছে, শুধুমাত্র পানশালা বন্ধ হচ্ছে না এবং ভোট বন্ধ হচ্ছে না। কারণ, এই দুটোতেই লাভ আছে। বিজেপি এই ক্ষতবিক্ষত গণতন্ত্র চায় না। বিজেপি চায়, সুন্দর পরিবেশে ভোট হোক।”

বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ সাধারণ মানুষকে বোঝাতে চাইলেন যে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। কিন্তু তার মধ্যেও সরকার ভোট করিয়ে ক্ষমতা দখল করতে চাইছে। আর সেই কারণেই বর্তমান সময়কে নির্বাচনের জন্য বেছে নেওয়া হয়েছে বলে তৃণমূলকে চাপে ফেলে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!