এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সাংসদ লকেটের কামাল! বন্ধ থাকা জুটমিল করলেন চালু! বিজেপি ক্ষমতায় এলে আরও কারখানা খোলার আশ্বাস

সাংসদ লকেটের কামাল! বন্ধ থাকা জুটমিল করলেন চালু! বিজেপি ক্ষমতায় এলে আরও কারখানা খোলার আশ্বাস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একাধিক সমস্যার কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল হুগলির গোন্দলপাড়া জুট মিল। এর ফলে কর্মহীন হয়ে পড়েছিলেন কয়েক হাজার শ্রমিক। বন্ধ জুটমিল খোলার ব্যাপারে চেষ্টা চালিয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত এক ভিডিও বার্তায় সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানালেন যে, আগামী ১ লা নভেম্বর থেকে খুলতে চলেছে গোন্দলপাড়া জুটমিল।

দীর্ঘ ২৪ মাস বন্ধ থাকার পর এই জুটমিল আবার খুলতে চলেছে। এর সঙ্গেই তিনি জানান যে, আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। এরপর থেকে খুলে দেওয়া হবে রাজ্যের সমস্ত বন্ধ কারখানা। আজকের এই ভিডিও বার্তায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানান, টানা ২৪ মাস ধরে বন্ধ ছিল গোন্দলপাড়া জুটমিল। এর ফলে কর্মহীন হয়ে পড়েছিলেন বহু শ্রমিক। অনেকে কাজের সন্ধানে অন্যত্র চলে গিয়েছিলেন।

সাংসদ লকেট চট্টোপাধ্যায় এই এলাকায় একাধিক শ্রমিক পরিবারের সঙ্গে দেখা করে ছিলেন। এক শ্রমিকের আত্মহত্যার কথা তিনি জানালেন। তিনি এই জুটমিল খোলার ব্যাপারে সংসদে আলোচনা করেছিলেন। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, জুটমিলের মালিকপক্ষ সরকারের সঙ্গে কথা বলার পর এই জুটমিল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। অনেক চেষ্টার পর খুলতে চলেছে জুটমিল। এর জন্য যথেষ্ট আনন্দিত সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সকলকে তিনি এর জন্য শুভেচ্ছা জানালেন। এ প্রসঙ্গে তিনি জানালেন, গোন্দলপাড়া এলাকার ৫ হাজার শ্রমিকের পরিবারের মুখে হাসি ফুটবে এই ঘটনায়। ভিডিও বার্তায় সাংসদ আরও জানালেন যে, আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে এরাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এরপর এই রাজ্যের বন্ধ থাকা জুট মিল ও বন্ধ থাকা সমস্ত কারখানা গুলো খুলে দেয়া হবে। এই জুটমিল খোলার জন্য হুগলি বাসীদের হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিজেপি সাংসদ।

এদিনের এই ভিডিও বার্তায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ সরকার ও চন্দননগরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, এ বিষয়ে অনেক কিছু আশ্বাস দিয়ে, অনেক কথা বলেও তাঁরা জুটমিল খোলার কোন ব্যবস্থা করতে পারেননি। তাঁর অভিযোগ, গত ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে কয়েক দিনের জন্য জুটমিল খোলা হয়েছিল। কিন্তু নির্বাচনে তৃণমূল হেরে যাবার পর আবার এই জুট মিল বন্ধ করে দেয়া হয়।

তৃণমূলের প্রতি অভিযোগ করে তিনি জানালেন যে, তৃণমূল অনেক চেষ্টা করেছে এই জুট মিল বন্ধ করে দিতে। কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। হুগলির জুটমিলে তৈরি পাটের ব্যাগ দেশজুড়ে ছড়িয়ে পড়বে। এর পরও যদি তৃণমূল এই জুট মিল বন্ধ করার চেষ্টা করে তাহলে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানালেন। এ দিকে, আজই শ্রমিকদের বিক্ষভের মাঝে বন্ধ হয়ে গেল টিটাগরের সানবিম জুটমিল। যার ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় দেড় হাজার শ্রমিক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!