এখন পড়ছেন
হোম > রাজ্য > খুলে গেল স্কুলের দরজা! দেড় বছর পর পিঠব্যাগে পড়ুয়ারা!

খুলে গেল স্কুলের দরজা! দেড় বছর পর পিঠব্যাগে পড়ুয়ারা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সরকারের ঘোষণা মত আজ অর্থ্যাৎ মঙ্গলবার থেকেই খুলে গেল রাজ্যের সমস্ত বিদ্যালয়ের দরজা। কতদিন তারা ছুটির ঘন্টা শোনেনি, কতদিন ব্ল্যাকবোর্ডে চক কাটা হয়নি। সেই বন্ধুত্ব, আবেগ কোথায় যেন মিলিয়ে গিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16 নভেম্বর স্কুল খোলা হবে বলে এই সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকেই কার্যত পড়ুয়ারা মুখিয়ে ছিল, কবে তারা আবার স্কুলে যাবে।

অবশেষে মঙ্গলবার সকাল হতে না হতেই কলকাতার বিভিন্ন স্কুলের সামনে দেখা গেল পিঠব্যাগে পড়ুয়াদের। করোনা যেন সব কিছু কেড়ে নিয়েছিল। তবে আবার স্কুলে ফিরতে পেরে রীতিমতো খুশি নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা।বস্তুত, আজ থেকে বিদ্যালয় খুললেও শুধু মাত্র চারটি শ্রেণীর ক্লাস হবে। সকাল সাড়ে নটা থেকে ক্লাস শুরু হয়ে যাবে বলে সরকারি সিদ্ধান্তে ঘোষণা করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত দুই শিফটে ক্লাস করানোর কথা জানিয়ে দিয়েছে সরকার। যাতে কোনোভাবেই করোনা বিধি লঙ্ঘিত না হয়, তার জন্য সবরকম স্বাস্থ্যবিধি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন, খুব দ্রুত আরও নিচুস্তরের ক্লাসগুলো খুলে দেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকার। অর্থাৎ রাজ্যের যে শিক্ষাব্যবস্থাকে সচল করতে একটা আন্তরিক চেষ্টা রয়েছে, তা কার্যত পরিষ্কার। তবে এতদিন যেভাবে গৃহবন্দি হয়েছিল ছাত্রছাত্রীরা, তাতে যে তারা খুব একটা খুশি ছিল না এবং আজ স্কুলে ফিরতে পেরে তাদের চোখে-মুখে যে আনন্দের ছাপ লক্ষ্য করা যাচ্ছে , তা দেখে খুশি অভিভাবকরাও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!