এখন পড়ছেন
হোম > রাজ্য > খুলতে চলেছে স্কুল-কলেজ? মমতাকে চিঠি এই সংগঠনের!

খুলতে চলেছে স্কুল-কলেজ? মমতাকে চিঠি এই সংগঠনের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রাজ্যের স্কুল এবং কলেজ। ইতিমধ্যেই দ্বিতীয় ঢেউ কিছুটা হলেও সামলানো সম্ভব হওয়ার পরেই স্কুল এবং কলেজ খোলার দাবি উঠতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রগুলো বন্ধ থাকার কারণে অনলাইন মাধ্যমের মধ্যে দিয়ে পড়াশুনা চলছে। কিন্তু সেখানেও ছাত্র-ছাত্রীদের নানা অসুবিধে বিষয় সামনে আসছে। তাই এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের ভয়াবহতা কিছুটা হলেও সামলানো সম্ভব হয়েছে। তাই বর্তমানে স্কুল এবং কলেজগুলো খুলে দেওয়া উচিত বলেই দাবি করছেন একাংশ। তবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষাক্ষেত্রগুলো খুলে দেওয়ার আবেদন করে একটি চিঠি দিল বামেদের ছাত্রসংগঠন এসএফআই।

সূত্রের খবর, এদিন এসএফআইয়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেওয়া হয়। যেখানে অবিলম্বে স্কুল এবং কলেজগুলো যাতে খুলে দেওয়া হয়, তার জন্য একটি চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। যে চিঠিতে লেখা হয়েছে, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না থাকার কারণে অনলাইন মাধ্যমকে প্রাধান্য দেওয়ার পরে স্কুলছুট এবং বাল্যবিবাহ ইত্যাদি প্রবণতা বাড়ছে। স্বভাবতই বামেদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে স্কুল এবং কলেজ খুলতে মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, বামেরা এমনিতেই রাজ্যে শুন্য হয়ে গিয়েছে। তার মধ্যে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা রাজ্য রাজনীতিতে খবরের শিরোনামে উঠে আসতে চাইছে। আর সেদিক থেকে স্কুল এবং কলেজ খোলার দাবি যখন করছেন বিশেষজ্ঞদের একাংশ, তখন সেই দাবি তুলে ধরে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে নিজেদের ছাত্র দরদী বলে প্রমাণ করার চেষ্টা করছে বামেদের এই ছাত্রসংগঠন বলেই মত একাংশের।

একাংশের মতে, স্কুল এবং কলেজ বর্তমানে বিভিন্ন রাজ্যে খুলতে শুরু করেছে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ, বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের ভয়াবহতা থাকা সত্ত্বেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলতে শুরু করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তাই এই পরিস্থিতিতে যাতে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং দ্রুত স্কুল-কলেজ খুলে দেওয়া হয়, তার জন্য আবেদন করল এসএফআই। তবে এসএফআইয়ের এই আবেদন কতটা গ্রাহ্য হয়, কবে খুলে যায় শিক্ষা প্রতিষ্ঠানের দরজা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!