এখন পড়ছেন
হোম > জাতীয় > খুলতে না খুলতেই ফের বন্ধ করে দিতে হচ্ছে স্কুলের দরজা, হতাশা পড়ুয়াদের !

খুলতে না খুলতেই ফের বন্ধ করে দিতে হচ্ছে স্কুলের দরজা, হতাশা পড়ুয়াদের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ থাকার কারণে দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ ছিল দিল্লিতে। কিছুদিন আগেই দিল্লিতে স্কুলগুলি খোলা হয়েছে। কিন্তু এবার আবার এক সপ্তাহের জন্য বন্ধ করে দিতে হচ্ছে দিল্লির সমস্ত স্কুল। করোনা সংক্রমনের কারণে নয় দূষণের কারণে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হল দিল্লি সরকার। স্কুল, কলেজ, অফিস, নির্মাণকার্য সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার ডিভিশন বেঞ্চ এর পক্ষ থেকে দিল্লি সরকারকে সম্প্রতি ভৎসনা করা হয়। দিল্লিতে ব্যাপকহারে দূষণের জন্য শুধুমাত্র ফসল পোড়ানো নয়, গাড়ির কালো ধোঁয়া, বাজি পোড়ানো ইত্যাদিকেও দায়ী করা হয়। জানানো হয়, দূষণের জন্য শুধুমাত্র পার্শ্ববর্তী রাজ্যকে দায়ী করা চলবেনা। আদালতের পর্যবেক্ষণে জানানো হয়, দিল্লির দূষণের একটি কারণ কৃষকেরা, কিন্তু বাজি পোড়ানো বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ কেন গ্রহণ করেনি সরকার?

এরপরই এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ বিষয়ে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে যে, আগামীকাল সোমবার থেকে ১ সপ্তাহের জন্য দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখা হবে। সরকারি কর্মীরা অফিসের পরিবর্তে বাড়িতে থেকে কাজ করবেন। এছাড়া আজ থেকে শুরু করে আগামী তিনদিন দিল্লিতে সমস্ত নির্মাণকার্য বন্ধ রাখা হবে। স্কুল বন্ধ রেখে অনলাইনে ক্লাস করাবার নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!