এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > খুনের চক্রান্ত? দলীয় সভায় বিস্ফোরক মমতা! পাল্টা কটাক্ষ বিজেপির!

খুনের চক্রান্ত? দলীয় সভায় বিস্ফোরক মমতা! পাল্টা কটাক্ষ বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  2021 এর সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 294 টি আসনের মধ্যে সবথেকে বেশি নজরকাড়া কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। একদিকে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই হেভিওয়েট নেতা নেত্রীর মধ্যেকার লড়াই কার্যত খবরের শিরোনামে উঠে আসে। যদিও বা প্রচার পর্ব থেকেই সেই নন্দীগ্রাম নিয়ে নানা অভিযোগ তুলতে শুরু করে শাসকদলের প্রার্থী থেকে শুরু করে বিরোধী দলের প্রার্থী। প্রচারে গিয়ে পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গোটা বিধানসভা নির্বাচন রাজ্যজুড়ে প্রচার করতে হুইলচেয়ার প্রধান অবলম্বন হয়ে যায় তার।

বিভিন্ন জায়গায় গিয়ে তাকে খুনের চেষ্টা করার চক্রান্ত করেছে বিজেপি বলেও অভিযোগ করেন বাংলার প্রশাসনিক প্রধান। তবে এতকিছুর পরেও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শেষ হাসি হেসেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি নন্দীগ্রামে জয়লাভ করলেও, তা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে নন্দীগ্রাম নিয়ে যে তিনি যথেষ্ট আশাবাদী এবং এখানে যে তাকে চক্রান্ত করে খুন করার চেষ্টা হয়েছিল, সেই কথা নির্বাচন পেরিয়ে যাওয়ার এতদিন পরেও তুলে ধরে ফের বিতর্ক উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। যেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সিপিএম আমাকে খুন করার চেষ্টা করেছিল। নন্দীগ্রামে আমাকে তো খুন করতে চেষ্টা করেছিল, পারেনি। আমার পা নিয়ে আমি এখনও ভুগছি। যতদিন বাঁচব, মানুষের মতো বাঁচব। যেদিন যাব, সেদিন সিংহশাবকের মত যাব।” একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন যে, নন্দীগ্রামে লড়াই করতে গিয়ে তাকে বিরোধীদের অনেক চক্রান্তের মুখে পড়তে হয়েছিল। তাই অতীতের কথা তুলে ধরে আরও একবার বিরোধীদের চক্রান্তের বিষয়কে সামনে এনে পরোক্ষে গেরুয়া শিবিরকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন বাংলার মুখ্যমন্ত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বললেও, তাকে পাল্টা কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “মানুষকে সবসময় বোকা ভাবার কোনো কারণ নেই। নন্দীগ্রামের মানুষ সত্যি বুঝেছিলেন বলেই ইভিএমে তারা সমস্ত অভিযোগের জবাব দিয়ে দিয়েছেন।” পর্যবেক্ষকদের মতে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ফলাফল প্রকাশ হয়ে গেলেও বা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জিতে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলেও এই কেন্দ্রে পরাজয় কোনোমতেই মেনে নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

আর সেই কারণে বিভিন্ন সভা সমিতি থেকে সেই নন্দীগ্রামের কথা তুলে ধরে বিরোধীদের কটাক্ষ করেছেন তিনি। এবারেও দলের ছাত্র সংগঠনের সমাবেশ থেকে সেই কথাই তুলে ধরে বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার পাল্টা প্রতিক্রিয়া এলো গেরুয়া শিবিরের পক্ষ থেকে। সব মিলিয়ে নির্বাচন প্রক্রিয়া মিটে গেলেও নন্দীগ্রাম যে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আফসোস এবং বেদনার কারণ, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!