এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > কিভাবে বাঁচবে গরিব হকাররা! মানবিকতার নিদর্শন কবে দেখাবে প্রশাসন?

কিভাবে বাঁচবে গরিব হকাররা! মানবিকতার নিদর্শন কবে দেখাবে প্রশাসন?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পরেই কলকাতা শহর তো বটেই, এমনকি জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে হকার উচ্ছেদ। একেবারে বুলডোজার দিয়ে গরিব হকারদের দোকান পর্যন্ত তুলে দেওয়া হচ্ছে। যার ফলে তারা রীতিমত নোটিশ না পেয়ে মুহূর্তের মধ্যে প্রশাসনের এই পদক্ষেপে সর্বস্ব হারা হয়ে গিয়েছেন। তাই যে প্রশাসন মানবতার কথা বলে, যে প্রশাসনের প্রধান সব সময় বলেন, তিনি গরিবদের ভালোবাসেন, তার প্রশাসন কি করেই কাজ করতে পারে? তাই এবার গোটা ঘটনায় বড় দাবি করলেন কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়।

প্রসঙ্গত, ইতিমধ্যেই কৃষ্ণনগরে হকার উচ্ছেদ শুরু হয়ে গিয়েছে। তাই এই পরিস্থিতিতে বিজেপির পরাজিত প্রার্থী অমৃতা রায় প্রশাসনের কাছে বড় আবেদন জানিয়েছেন। এদিন তিনি বলেন, “রাস্তা বড় করা হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু যাদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের অন্য একটা জায়গা দিয়ে দেওয়া হোক। কারণ এই দেশে এমনিতেই চাকরি নেই। তার মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তারা খাবে কি করে?”

অর্থাৎ বারবার করে সকলে যেটা বলছেন যে, রাস্তা বড় করার উদ্যোগকে স্বাগত। কিন্তু নোটিশ না দিয়ে মুহূর্তের মধ্যে হকারদের এইভাবে উঠিয়ে দেওয়ার কোনো মানে হয় না। তাই তাদের বিকল্প জায়গার ব্যবস্থা করে যেন প্রশাসন রাস্তা বড় করার দিকে নজর দেয় বা ফুটপাত দখল মুক্ত করার দিকে নজর দেয়। তবে অমৃতা রায়ের এই বক্তব্যে জেলা প্রশাসনের হুঁশ কতটা ফেরে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!