এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কি হয়েছিল আসল ঘটনা? যড়যন্ত্র না গড়পড়তা দুর্ঘটনা? তৃণমূল শিবিরের দাবীতে বাড়ছে উত্তেজনা

কি হয়েছিল আসল ঘটনা? যড়যন্ত্র না গড়পড়তা দুর্ঘটনা? তৃণমূল শিবিরের দাবীতে বাড়ছে উত্তেজনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত পাওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী চাপানউতোর। একদিকে যেখানে বিরোধীরা বলছে- তৃণমূল নেত্রী পুরোটাই নাটক করছে, অন্যদিকে শাসক শিবিরের প্রায় প্রত্যেকেই দাবি করেছে- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছে বিরোধীরা এবং মুখ্যমন্ত্রীকে চুপ করানোর জন্য এই হামলা। বিশেষ করে অভিযোগের তীর গেরুয়া শিবিরের দিকে তাক করা হয়েছে। প্রসঙ্গত, গতকাল আঘাত পাওয়ার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

আর রাত গড়ানোর সাথে সাথে তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে মুখ্যমন্ত্রীর ওপর হামলা হয়েছে বলেই দাবী করা হয়েছে। পাশাপাশি, অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর ওপর হামলা করার জন্য গতকাল নন্দীগ্রামে বড়সড় আঘাত পেয়ে আহত হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে, তাঁর বাঁ পায়ের গোড়ালি, পায়ের পাতার হাড়ে গুরুতর চোট লেগেছে। তাঁর গতকাল এমআরআই করা হয়েছিল। আজকে তাঁর সিটি স্ক্যান করা হবে। আপাতত মুখ্যমন্ত্রী 48 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন বলে 9 সদস্যের মেডিকেল বোর্ড জানিয়ে দিয়েছে।

অন্যদিকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা রীতিমতো উদ্বেগে ফেলে দেয় তৃণমূল শিবিরকে। গভীর রাতে তৃণমূল শিবিরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে অভিযোগ তুলে ধরা হয়- তৃণমূল নেত্রীর ওপর ষড়যন্ত্র করেই এই হামলা চালানো হয়েছে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হয়েছিল এই নন্দীগ্রামেই। পাশাপাশি বলা হয়, গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তৃণমূল নেত্রী যে বিপুল জনসমর্থন পেয়েছেন তা দেখে ভয় পায় বিরোধীরা এবং তারপরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করা হয়। এটা পরিস্কার ষড়যন্ত্র এবং পরিকল্পনামাফিক। মুখ্যমন্ত্রীকে হাসপাতালে যখন নিয়ে আসা হয়, তখন দেখা গেছে হাসপাতালের বাইরে ঢল নেমেছে তৃণমূল কর্মী এবং সমর্থকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমদ্ধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় নেত্রীকে আক্রমণ করার প্রতিবাদে অবরোধ,বিক্ষোভ চালাচ্ছে তৃণমূল সমর্থকরা। অন্যদিকে বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ করে আসছেন, তৃণমূল নেত্রী নির্বাচনে জেতার জন্য সমবেদনা কিনে নাটক করছেন। অবশ্য বিরোধীদের মধ্যেও এই কথার মতভেদ রয়েছে অনেকেরই। অন্যদিকে ইতিমধ্যেই তৃণমূল নেত্রীর পাশে দাঁড়িয়েছেন জাতীয় রাজনীতিতে তৃণমূল নেত্রীর সমর্থনকারী রাজনৈতিক বন্ধুরা। বিহারের তেজস্বী যাদব থেকে উত্তরপ্রদেশের অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা ছিল আজ। কিন্তু আপাত পরিস্থিতিতে সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত রাজনৈতিক মহল উত্তাল হয়ে রয়েছে তৃণমূল নেত্রীর সাথে আদৌ কি ঘটেছে তা নিয়ে তর্কবিতর্কে। জানা গিয়েছে, প্রশাসন ইতিমধ্যেই তার কাজ শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনও খোঁজখবর নিতে শুরু করেছে। এখন দেখার তদন্তে কোন তথ্য উঠে আসে! তৃণমূল শিবিরের ষড়যন্ত্রের দাবি না বিরোধীদের কটাক্ষ কোনটা মান্যতা পায় সেটাই দেখার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!