এখন পড়ছেন
হোম > জাতীয় > কি কারণে বাতিল হল বাংলার ট্যাবলো?এবার কেন্দ্রের চিঠি পেলেন মমতা,চাপানউতোর তুঙ্গে রাজনীতি মহলে

কি কারণে বাতিল হল বাংলার ট্যাবলো?এবার কেন্দ্রের চিঠি পেলেন মমতা,চাপানউতোর তুঙ্গে রাজনীতি মহলে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছর ২৬ সে জানুয়ারির দিনে দিল্লির বিশেষ অনুষ্ঠানে দেখা যাবে না বাংলার ট্যাবলো। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশে প্রবল ক্ষুব্ধ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী কেন্দ্রের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে। বাংলার ট্যাবলো বাতিলের প্রসঙ্গ উথ্থাপিত হলো এই চিঠিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চিঠিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন যে, নেতাজিকে সম্মান জানিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ২৩ সে জানুয়ারি থেকে ৩০ সে জানুয়ারি পর্যন্ত পালন করা হবে। কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বাংলার সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানায়। প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ।

প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নির্বাচন কমিটির মধ্যে সংস্কৃতি, সঙ্গীত ও নৃত্য বিভাগের বহু বিশিষ্টরা রয়েছেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২১ সালে বাংলার ট্যাবলো অংশ নিয়েছিল। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জানালেন, ২৯ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অনুমোদন দেয়া হয়েছে ১২ টির ট্যাবলোকে। তিনি আশা করছেন এই তত্ত্বে মুখ্যমন্ত্রীর আশঙ্কা দূর হবে।

অন্যদিকে, আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে, সাধারণতন্ত্র দিবসের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেন না। বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটি রয়েছে। তারা এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। এবছর কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের যে ট্যাবলো রয়েছে, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ থাকবে। এই বিষয় নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!