এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কি কারনে সিঙ্গুরে বিশেষ কর্মসূচি নিয়েছে বিজেপি? কারণটি খোলসা করলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী

কি কারনে সিঙ্গুরে বিশেষ কর্মসূচি নিয়েছে বিজেপি? কারণটি খোলসা করলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ থেকে সিঙ্গুরে তিনদিনের ধর্ণা কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিজেপির কিষান মোর্চার ডাকে এই ধর্ণা অবস্থান। ধর্ণা মঞ্চ বাধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে তা সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে। তাই মাটিতে বসেই ধর্ণা দিয়ে শুরু করেছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। বিজেপির এই কর্মসূচিকে প্রবল কটাক্ষ করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

বিজেপির এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, বিরোধীরা আন্দোলন করবে, পুলিশ বাধা দেবে, সরকার কাউকে ছাড়বে না। বিজেপি নিয়ম-নীতি মেনে, প্রশাসনকে জানিয়ে, অনুমতি নিয়ে এই কর্মসূচি গ্রহণ করেছে, তারপরও আটকানো হয়েছে। এই কর্মসূচিতে তিনি উপস্থিত থাকবেন

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, গত ৪০ বছর ধরে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। শুধুমাত্র ক্ষমতায় আসা বিজেপির লক্ষ্য নয়। বিজেপি চায় পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে। সেই কারণে কৃষকদের দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছেন। তাদের আন্দোলনে যদি বাধা দেয়া হয়, তবে সেই আন্দোলন আরো তীব্র হবে। প্রয়োজনে তিনিও ধর্ণাতে বসবেন।

বিজেপির এই কর্মসূচিকে প্রবল কটাক্ষ করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে তিনি জানালেন, কলকাতার পুর ভোটে হারবে বিজেপি। তাই নজর ঘোরাতে এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। তিনি আরো জানান, সকলে জিতলে আনন্দ হবে। তৃণমূল কংগ্রেস হলো একটি পরিবার। দলের দায়িত্ব অনুযায়ী সকলের হয়ে তিনি প্রচারে নেমেছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!