এখন পড়ছেন
হোম > জাতীয় > কি কি বিষয় উঠে আসতে পারে দিলীপ ঘোষ ও জে পি নাড্ডার আজকের বৈঠকে ?কেন গুরুত্বপূর্ণ এই বৈঠক?

কি কি বিষয় উঠে আসতে পারে দিলীপ ঘোষ ও জে পি নাড্ডার আজকের বৈঠকে ?কেন গুরুত্বপূর্ণ এই বৈঠক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের উদ্দ্যেশ্যে দিল্লি রওনা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল সকাল এগারোটার সময় তাঁদের এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্যকারণ বশত গতকাল এই বৈঠক হতে পারেনি। আজ এই বৈঠক হওয়ার কথা। একাধিক কারণের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি ও রাজ্য সভাপতির এই বৈঠক।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে, বিধানসভা নির্বাচনে বিজেপি কেন পরাজিত হয়েছে? আবার সম্প্রতি দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের বেশ কিছু হেভিওয়েট নেতা। যারা ইতিমধ্যেই দলের বিরুদ্ধে একেরপর এক তির্যক বক্তব্য রাখতে শুরু করেছেন। যাদের মধ্যে রয়েছেন সৌমিত্র খাঁ, বাবুল সুপ্রিয়দের মত নেতৃত্ব। দলের রাজ্য যুব মোর্চার সভাপতির পদ থেকে অপসারিত হতে পারেন সৌমিত্র খাঁ, সে স্থলে আনা হতে পারে অপর কোন নেতাকে, এমন সম্ভাবনা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার বিজেপির আশঙ্কা বাড়িয়ে দিচ্ছেন আসানসোলের বিজেপি সংসদ বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অপসারিত হয়েছেন তিনি। আর তারপরেই একাধিকবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাঁকে সোশ্যাল মিডিয়াতে। এ বিষয়গুলি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। আবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল ঘটার পর এবার বিজেপির সংগঠনে একটা বড়সড় রদবদল ঘটার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে জাতীয় সচিবদের সঙ্গে বৈঠক হয়েছে জগত প্রকাশ নাড্ডার। আর এবার বৈঠক করতে চলেছেন তিনি বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে।

রাজ্য বিজেপিতে সাংগঠনিক পরিবর্তনের দাবি উঠেছে অনেকের মুখেই। এদিকে, বিধানসভা নির্বাচনে সাফল্য না আসার কারণে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অপসারিত করার সম্ভাবনা রয়েছে কৈলাস বিজয়বর্গীয়কে। অন্য কোন কেন্দ্রীয় নেতৃত্ব আসার সম্ভাবনা রয়েছে। সবকিছু নিয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক। রাজ্য বিজেপিকে একেবারে ঢেলে সাজাতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে আলোচনা চলতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

বিধানসভা নির্বাচনের ফলাফলের পর কেন্দ্রীয় নেতৃত্বের তলবে একাধিকবার দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু নির্বাচনের পর এবার প্রথম দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে তলব না করায়, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছিল দলের অভ্যন্তরে। সে দিক থেকে বিচার করলেও আজ দিলীপ ঘোষ ও জে পি নাড্ডার এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!