এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “কি ষড়যন্ত্র হয়েছে, জানানো প্রয়োজন” পার্থকে পরামর্শ সতীর্থ তাপসের!

“কি ষড়যন্ত্র হয়েছে, জানানো প্রয়োজন” পার্থকে পরামর্শ সতীর্থ তাপসের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী পদ থেকে এবং দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার পর তার প্রতিক্রিয়া জানতে উৎসুক ছিল গোটা রাজনৈতিক মহল। অবশেষে এই ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যেখানে নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তিনি। আর এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা মুখ খুলেছেন পরিষদীয় দপ্তরের প্রতিমন্ত্রী তাপস রায়। যেখানে কি ষড়যন্ত্র হয়েছে, তা আদালতে জানানো প্রয়োজন বলে জানিয়ে দিয়েছেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে তাপস রায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের এই মন্ত্রী বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের উচিত, তদন্তে কোন ষড়যন্ত্র হয়েছে তা জানানো বা আদালতে জানানো। বিষয়টি তদন্ত সাপেক্ষ এবং বিচারাধীন। নিজেকে নির্দোষ প্রমাণিত করতে হবে। ততক্ষণ আমার বা অন্য কারও এই বিষয়ে কিছু বলা উচিত নয়।” অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যে ষড়যন্ত্রের কথা বলেছেন, সেই বিষয়টি তাকে স্পষ্ট করার পরামর্শ দিলেন তাপস রায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!