এখন পড়ছেন
হোম > জাতীয় > কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ মোদীর, কড়া পদক্ষেপের ইঙ্গিত!

কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ মোদীর, কড়া পদক্ষেপের ইঙ্গিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় এক বছর আগে যখন করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছিল, তখন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিতে আসলেই জনতার মনের তৈরি হয়েছিল আতঙ্ক এবং আশঙ্কা। ভাইরাসকে আটকাতে প্রথমে জনতা কার্ফু এবং তার পরবর্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তীতে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় যতবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি, ততবার করোনা ভাইরাসকে প্রতিরোধ করার কথা বলে সেই লকডাউন এর মেয়াদ আরও বাড়িয়ে দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
 এক বছর আগেকার স্মৃতি আবার ফিরতে শুরু করেছে গোটা দেশজুড়ে। আর এই পরিস্থিতিতে ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিক ভাবেই করোনা ভাইরাস যখন বাড়ছে এবং তার দ্বিতীয় ঢেউ যখন দেশে আছড়ে পড়েছে, তখন প্রধানমন্ত্রী কি বার্তা দিতে চলেছেন, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। সূত্রের খবর, আজ আমার কিছুক্ষনের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। যেখানে করোনা ভাইরাস বাড়ছে, তাতে আটকানোর জন্য ফের বড় কোনো পদক্ষেপের কথা ঘোষণা করতে পারেন তিনি‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
তবে একাংশ বলছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লকডাউন জারি করার মত পদক্ষেপ গ্রহণ করা হবে না। সেদিক থেকে বর্তমানে টিকার উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই মানুষকে সচেতনতার বার্তা দেওয়ার জন্য এই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন তিনি। তবে অতীতের করুন স্মৃতি মনে করে অনেকেই আতঙ্কে ভুগতে শুরু করেছেন। এর আগে এরকম জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে লকডাউনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।
 তাই দ্বিতীয় ঢেউ যখন ভয়াবহ আকার ধারণ করেছে, তখন ফের সেই দৃশ্য দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে প্রধানমন্ত্রী সচেতনতার বার্তা দেন, নাকি কড়া পদক্ষেপের কথা শোনান! এখন সেটাই লক্ষণীয় বিষয় গোটা দেশবাসীর কাছে। সব মিলিয়ে আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কি বার্তা দেন নরেন্দ্র মোদী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!