এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “কিছু ভোট কংগ্রেসে গিয়েছে” দুর্বল সংগঠনের কথা স্বীকার সুকান্তর!

“কিছু ভোট কংগ্রেসে গিয়েছে” দুর্বল সংগঠনের কথা স্বীকার সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়লাভের পরেই বিজেপির ভোট কংগ্রেসে গিয়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিপ্রেক্ষিতে গোটা বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে তাদের সংগঠন যে অত্যন্ত দুর্বল, তা স্বীকার করে নিলেন তিনি। পাশাপাশি তাদের যে ভাসমান ভোটার, তারা যে প্রার্থী জয়লাভ করবে, তাকেই ভোট দিয়েছেন বলেও জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “আমাদের যারা একদম মনে প্রানে ভোটার, তারা আমাদেরকে ভোট দিয়েছেন। তা না হলে আমরা 23 হাজারের মত ভোট পেতাম না। আর এই এলাকায় আমাদের সংগঠন অত্যন্ত দুর্বল, এটা আমরা স্বীকার করে নিচ্ছি। আমরা এটা দেখেছি, কিন্তু যারা আমাদের ভাসমান ভোটার, তারা পরিস্থিতি দেখে কংগ্রেসকে ভোট দিয়েছে। কারণ সেই সমস্ত ভোটাররা যেদিকে বেশি পাল্লা ভারী, সেদিকেই ভোট দেন। তাই এখানেও তাই হয়েছে।”

অর্থাৎ একদিকে সংগঠন দুর্বল, অন্যদিকে কিছু ভোট যে কংগ্রেসে গিয়েছে, তা স্বীকার করে নিলেন সুকান্ত মজুমদার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!