এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কিছুই জানতে পারছেননা রাজ্যপাল! তাই সব জানতে প্রশাসনিক আধিকারিকদের রাজভবনে তলব

কিছুই জানতে পারছেননা রাজ্যপাল! তাই সব জানতে প্রশাসনিক আধিকারিকদের রাজভবনে তলব


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যপাল জগদীপ ধনকর আবারও সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। বর্তমানে রাজ্যে এমন কিছু হয়ে চলেছে, যার খবর তিনি পাচ্ছেন না বলে জানিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনকর সেই সূত্রেই এবার রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি কে সমস্ত রিপোর্ট নিয়ে তলব করলেন রাজভবনে। এর আগেও অবশ্য রাজ্যপাল বহুবার রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্য প্রশাসনের মুখ্য আধিকারিকদের, কিন্তু রাজ্যপালের আহবানে কোনরকম উচ্চবাচ্য করেননি তাঁরা বলে দেখা গেছে। অন্যদিকে রাজ্যপাল সম্প্রতি পাহাড় ভ্রমণ সেরে এসেছেন। সেখানে গিয়ে অবশ্য তিনি প্রশাসনকে ডাকামাত্রই প্রশাসন হাজির হয়ে গিয়েছিল তাঁর দরজায়।

অন্যদিকে সোমবারের বিজেপির উত্তরকন্যা অভিযান নিয়ে এই মুহূর্তে চাপানউতোর চলছে বাংলার রাজনৈতিক মহলে। সোমবার উত্তরকন্যা অভিযান করতে গিয়ে বিজেপির এক কর্মীর মৃত্যু ঘটেছে। আর তাই নিয়েই শুরু হয়েছে টানাপোড়েন। পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষের মাঝে পড়ে উলেন রায় নামক এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে গতকাল। বিজেপি অভিযোগের আঙ্গুল তুলেছে পুলিশের দিকে। পাল্টা পুলিশও সেই অভিযোগ নস্যাৎ করেছে। অন্যদিকে এ ব্যাপারে নালিশ জানাতে সোমবার সন্ধ্যেবেলা রাজভবনে জগদীপ ধনকরের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির রাজ্য প্রতিনিধিরা। সেখান থেকেই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা।

অন্যদিকে মঙ্গলবার দিনভর উলেন রায়ের ময়নাতদন্ত নিয়ে চলেছে টানাপোড়েন। ময়নাতদন্তের রিপোর্টে গুলির চিহ্ন মিলেছে কিন্তু সে গুলি কার, তা নিয়ে কিন্তু দিনভর তরজা চলেছে আজ। অন্যদিকে বিজেপি জলপাইগুড়ি আদালতের শরণাপন্ন হলে উলেন রায়ের দেহ দ্বিতীয় বার ময়না তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেক্ষেত্রে তিনজন চিকিৎসকের উপস্থিতি নির্দিষ্ট করে দিয়েছে আদালত। পাশাপাশি ভিডিওগ্রাফির নির্দেশো দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্যপাল এদিন জানিয়েছেন, রাজ্যের ঘটনাবলী সম্পর্কে তিনি বিন্দুবিসর্গ জানতে পারছেন না। আগামী 12 তারিখের মধ্যে সমস্ত রিপোর্টসহ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে রাজ্যপাল রাজভবনে ডেকে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। তিনি অভিযোগ করেছেন, সাংবিধানিক প্রধান হিসেবে কিছু জানতে না পারলে রাজ্যবাসীর দেখভাল করতে পারবেন না। অর্থাৎ নিজের কর্তব্য সম্পর্কে তিনি যে যথেষ্ট ওয়াকিবহাল তা নিয়ে কোন সন্দেহ রাখছেন না রাজ্যপাল।

অন্যদিকে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু এই মুহূর্তে বাংলা রাজনীতিতে যে অস্থির অবস্থা তৈরি করেছে, তার পরিপ্রেক্ষিতেই রাজ্যপালের এই পদক্ষেপ গ্রহণ বলে মনে করা হচ্ছে। তবে রাজ্য বিজেপি কর্মীর মৃত্যু সম্পর্কে রাজ্যপাল সমস্ত রিপোর্ট খতিয়ে দেখেই সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল শিবির কিন্তু বরাবরই দাবি করে আসছে, রাজ্যপাল জগদীপ ধনকর বিজেপির হয়েই কথা বলেন সবসময়। সেক্ষেত্রে তৃণমূলের অনেকেই রাজ্যপাল জগদীপ ধনকরকে বিজেপির এজেন্ট বলেও ব্যাখ্যা করেছেন। এবার দেখার রাজ্যপালের তলবে প্রশাসনের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি রাজভবনে উপস্থিত হন কিনা!

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!