কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, কাল থেকেই স্কুল বন্ধের ঘোষণা! রাজ্য October 22, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যত সময় যাচ্ছে, ততই এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। উড়িষ্যায় ব্যাপক সর্তকতা অবলম্বন করা হচ্ছে। বাংলাতেও তার প্রভাব আসতে পারে, এই আশঙ্কাতে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে তৎপরতা। আর এসবের মাঝেই এবার আগামীকাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। সূত্রের খবর, আগামীকাল ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে ভয়ংকর ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়তে পারে। আর সেই কারণেই আগেভাগে নেওয়া হলো প্রস্তুতি। জানা গিয়েছে, পুরীর সমুদ্র যাতে খালি করে দেওয়া হয়, তার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। শুধু তাই নয়, ভয়ংকর ঘূর্ণিঝড়ের প্রভাবে যাতে কারওর কোনো ক্ষতি না হয়, তার জন্য উপকূলবর্তী জেলার সমস্ত স্কুল বন্ধ রাখার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড় মোকাবিলায় সব রকম প্রস্তুতি নিতে শুরু করেছে ওড়িশা সরকার। আপনার মতামত জানান -