এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কিছুতেই কাটছে না দলীয় কোন্দল, বঙ্গধ্বনিতে নিয়েও শুরু গোষ্ঠী কোন্দল !

কিছুতেই কাটছে না দলীয় কোন্দল, বঙ্গধ্বনিতে নিয়েও শুরু গোষ্ঠী কোন্দল !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন কর্মসূচি বঙ্গধ্বনি। আগামী বিধানসভা নির্বাচনে দলের জনসংযোগ বাড়াতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারের উদ্দেশ্যে এই নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল থেকে এই কর্মসূচির প্রচারে নেমে পড়েছেন রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রী। গত ১০ বছরের মধ্যে রাজ্য সরকার যে সকল সরকারি প্রকল্পের সুবিধা দিতে পেরেছে, তা তুলে ধরা হচ্ছে এই বঙ্গধ্বনির রিপোর্ট কার্ডে। তবে গতকাল হাওড়া জেলার ডোমজুড় বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচিতে উপস্থিত থাকলেন না বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। তাঁকে ছাড়াই চললো মিছিল। এই ঘটনায় দলের গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে চলে এল।

হাওড়া জেলা থেকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একাধিকবার প্রকাশ্যে চলে এসেছে। গোষ্ঠীকোন্দল মেটাতে ঘাম ছুটেছে দলের শীর্ষ নেতৃত্বের। এবার আবার গোষ্ঠীকোন্দলের চিত্র। বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৈশালী ডালমিয়াকে বাদ দিয়েই ১৬ জন প্রাক্তন পৌর প্রতিনিধি দলের এই কর্মসূচির পদযাত্রায় অংশগ্রহণ করলেন। এ প্রসঙ্গে বিধায়ক বৈশালী ডালমিয়া জানালেন যে, এই কর্মসূচির ব্যাপারে তাঁকে দল থেকে কিছুই জানানো হয়নি। তবে, দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছে তৃণমূল শিবির।

তৃণমূল নেতা ফয়জুল আলম এ প্রসঙ্গে জানালেন যে, গত ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তথা মা মাটি মানুষের সরকার যে সমস্ত সরকারি পরিষেবা মানুষকে দিতে পেরেছে, জনগণের জন্য সরকার কি করতে পেরেছে, তার রিপোর্ট কার্ড এই কর্মসূচির মাধ্যমে জনগণ এর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই সমস্ত কিছুই চলছে পিকে টিমের তত্বাবধানে।

আপনার মতামত জানান -

তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, বিধায়ককে কি এই কর্মসূচির ব্যাপারে জানানো হয়নি? এর উত্তরে তিনি জানালেন যে, যারা এর তত্বাবধানের কাজ করছেন, তাঁরা নিশ্চয়ই তাঁকে খবর দিয়েছেন। দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, যারা তৃণমূলকে ভালোবাসে তারা সকলেই উপস্থিত হয়েছেন দলের এই কর্মসূচিতে। তিনি জানিয়েছেন যে, দলের সমস্ত পরিবার উপস্থিত হয়েছেন। বালি বিধানসভার শাসকদল তৃণমূলের নেতৃত্বে এই কর্মসূচি চলছে।

তৃণমূলের এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করলেন হাওড়া সদর বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, শাসকদল তৃণমূলের শেষের শুরু এসে পড়েছে। তৃণমূল এখন প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি গ্রহণ করছে। দুয়ারে দুয়ারে সরকার, কিংবা বঙ্গধ্বনি। তিনি দাবি করেছেন, এসব নাটক রাজ্যবাসী বেশি দিন দেখবেন না। তিনি জানিয়েছেন একজন মঞ্চে দাঁড়িয়ে নাটক করছেন, কিছু মন্ত্রী পথে নেমে নাটক করছেন। নাটক আর বেশিদিন চলবে না। মানুষ সিরিয়াল যেমন দেখে আর ভুলে যায়, তেমনি এসব নাটকও মানুষ দেখবে আর ভুলে যাবে। কয়েক মাসের মধ্যেই নতুন সরকার পশ্চিমবঙ্গে আসবে। রাজ্যবাসী মাথা উঁচু করে বাঁচার জায়গা ফিরে পাবে। বঙ্গধ্বনিকে তিনি তৃণমূলের শেষ ঘণ্টাধ্বনি বলে কটাক্ষ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!