এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কিছুতেই মিটছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, দলীয় নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ

কিছুতেই মিটছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, দলীয় নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের জেলায় জেলায় দেখা দিচ্ছে শাসকদল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার গোষ্ঠী কোন্দলের ছবি দেখা গেল মুর্শিদাবাদ জেলায়। কালীপুজোর রাতে মুর্শিদাবাদের ডোমকলের স্থানীয় পঞ্চায়েত সদস্য তাসিকুল ইসলামের বাড়িতে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, পঞ্চায়েত প্রধান আঙ্গুরা বিবির স্বামী আসাদুল ইসলাম এই কাণ্ডের মদতদাতা। তবে, এই অভিযোগ অস্বীকার করেছেন আঙ্গুরা বিবি। তিনি এই অভিযোগকে বলেছেন ভিত্তিহীন। গতকাল রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিল পুলিশ।

স্থানীয় সংবাদ সূত্রের খবর, গত শনিবার কালীপুজোর রাতে অকস্মাত্ বোমাবাজি শুরু হয় পঞ্চায়েত সদস্য তাসিকুল ইসলামের বাড়িতে। সেদিন রাতে কিছু দুষ্কৃতিকারী অকস্মাৎ সেখানে উপস্থিত হয়। তারপর শুরু করে ব্যাপক বোমাবাজি। এমনই অভিযোগ উঠেছে। বোমার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন তাসিকুল ইসলামের পরিবারের সদস্যরা। তাঁরা প্রাণ রক্ষা করতে ঘরের ভেতরে লুকিয়ে পড়েন। এই ঘটনায় সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর গতকাল রবিবার সকালে তাসিকুল ইসলামের বাড়িতে গিয়েছিলেন পুলিসের আধিকারিকরা। সেখান থেকে তাঁরা বেশ কয়েকটি সকেট উদ্ধার করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সকেট গুলিতে বোমার মসলা প্রমাণ পাওয়া যায়নি।

পঞ্চায়েত সদস্য তাসিকুল ইসলাম অভিযোগ করেছেন যে, কিছুদিন আগে তিনি পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের অনিয়ম, দুর্নীতি ও কাজের বিষয় নিয়ে বিডিও অফিসে তথ্য জানার আইনে আরটিআই করেছিলেন। তারপর থেকেই আঙ্গুরা বিবির স্বামী আসাদুল ইসলাম তাঁর উপরে খড়গহস্ত হয়েছেন। তাঁকে একাধিকবার হুমকি দিয়েছেন। বারবার প্রধানের বিরুদ্ধে অভিযোগকে তুলে নেওয়ার জন্য তাঁকে চাপ দিয়েছিলেন। কিন্তু তাতে তিনি ভীত হন নি। এরপরই কালীপুজোর রাতে প্রধানের স্বামীর মদত পুষ্ট দুষ্কৃতীরা তাঁর বাড়িতে চড়াও হয় ও বোমাবাজি করে। এমনই অভিযোগ করেছেন তাসিকুল ইসলাম

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে পঞ্চায়েত প্রধান আঙ্গুরা বিবির স্বামী আসাদুল ইসলাম তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, পঞ্চায়েত সদস্য তাসিকুল ইসলাম একাধিক কারণের জন্য কোণঠাসা হয়ে পড়েছেন। কোন কাজ দিলে তিনি তিনি সে কাজ করেন না। তাঁর দাবি, তাসিকুল ইসলাম নিজেই সুতলি বোমা ফাটিয়ে তাঁর নামে অভিযোগ এনেছেন। সঠিকভাবে এর তদন্ত হলেই আসল সত্য বেরিয়ে পড়বে।

পঞ্চায়েত সদস্য তাসিকুল ইসলামও সমস্ত ঘটনার জন্য উপযুক্ত তদন্তের দাবি জানালেন। তাঁর কথায়, সঠিকভাবে তদন্ত হলেই পঞ্চায়েতে কিভাবে ব্যাপক দুর্নীতি ঘটছে, এই সবকিছুই সামনে এসে পড়বে। তাঁর দাবি, পঞ্চায়েত চূড়ান্ত দুর্নীতি করছে, কিন্তু এই ঘটনা নিয়ে প্রতিবাদ কেউ করতে গেলেই, তাঁকে বিভিন্ন উপায়ে পঞ্চায়েতের বিভিন্ন কাজ থেকে বঞ্চিত করে দেয়া হচ্ছে। শুধু তাই নয় তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করা হচ্ছে। যেমনটা করা হয়েছে তাঁর ক্ষেত্রে। এভাবে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের স্থানে স্থানে ঘটছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যা যথেষ্ট অস্বস্তি বাড়াচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!