এখন পড়ছেন
হোম > জাতীয় > কিছুতেই রাশ টানা যাচ্ছেনা করোনা সংক্রমণে! একযোগে 5 বাঙালি বিধায়ক আক্রান্ত হতেই বাড়লো আশঙ্কা

কিছুতেই রাশ টানা যাচ্ছেনা করোনা সংক্রমণে! একযোগে 5 বাঙালি বিধায়ক আক্রান্ত হতেই বাড়লো আশঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনা সংক্রমনের কারণে সাধারণ মানুষ এই মুহূর্তে দিশাহারা। দেশের করোনা পরিস্থিতি এমনিতেই খুব একটা আশাব্যঞ্জক নয়। তার ওপর নিত্যদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যত দিন যাচ্ছে, দেশজুড়ে করোনা ভাইরাসের প্রাবল্য আরো দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন রাজ্যের মধ্যে ত্রিপুরা অন্যতম, যেখানে করোনা ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়েছে। ইতিমধ্যেই সেখানে প্রায় 119 জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখনো পর্যন্ত সেখানে 12 হাজারের ওপর সংক্রামিতর খোঁজ পাওয়া গেছে। নানান বিধি-নিষেধ আরোপ করেও কিছুতেই করোনা সংক্রমণের হাত থেকে নিস্তার পাওয়া যাচ্ছেনা বলে মনে করা হচ্ছে।

এবার ত্রিপুরা সরকারের 5 জন বিধায়ক এবং একজন প্রাক্তন মন্ত্রীর শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছে। এদের প্রত্যেকেই এই মুহূর্তে কোয়ারেন্টাইনে। উপরন্তু করোনা আক্রান্ত হয়ে সদ্য মৃত্যু হয়েছে একজন প্রবীণ আইনজীবীর। জানা গিয়েছে, ত্রিপুরা সরকারের যে কজন বিধায়ক আক্রান্ত হয়েছেন করোনায়, তাঁদের মধ্যে রয়েছেন একজন মুখ্য সচেতক পর্যন্ত। অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পরিবারেরই তিনজন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আর সেকারণেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে।

অন্যদিকে জানা গেছে, রাজ্যের চিকিৎসা পরিস্থিতি খতিয়ে দেখতে দফায় দফায় করোনা হাসপাতালগুলিতে ছুটে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সূত্রের খবর, বুধবার কোভিড হাসপাতালে প্রায় চার ঘণ্টা সময় কাটিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাসহ রোগীদের খোঁজখবর নিয়েছেন বলেও জানা গেছে। এবং নির্দেশ দিয়েছেন, যদি কেউ কর্তব্যে গাফিলতি করে, তাহলে তাঁকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। অন্যদিকে ত্রিপুরায় এখনো পর্যন্ত প্রায় 10 জন চিকিৎসক, সংবাদকর্মী এবং শতাধিক পুলিশ কর্মী সংক্রামিত হয়েছেন করোনায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে করোনা হাসপাতলে আবারও যাবার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব দেব যে কোনোরকম অনিয়ম মানবেন না তার নিদর্শন ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। কিছুদিন আগেই গাফিলতির অভিযোগে রাজ্যের স্বাস্থ্য সচিবকেই তিনি সরিয়ে দিয়েছেন। অন্যদিকে ত্রিপুরার আইন মন্ত্রীর রতনলাল নাথ জানিয়েছেন, দীর্ঘদিনের বাম দুর্নীতির খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে। রাজ্যের চিকিৎসা পরিষেবা নিয়ে সেখানে অন্তর্ঘাতের অভিযোগ মিলেছে ইতিমধ্যেই। চিকিৎসকদের কর্তব্যে গাফিলতির অভিযোগও উঠেছে।

এ ব্যাপারে তাঁরা একাধিকবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে নালিশ জানিয়েছেন বলে জানা যাচ্ছে। আর সে কারণেই হয়তো রাজ্যের স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে করোনা পরিস্থিতিতে দুর্নীতি প্রসঙ্গ ওঠায় মনে করা হচ্ছে, রাজ্যে দুইদলের রাজনৈতিক দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্য। অন্যদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব করোনা পরিস্থিতি মাথায় নিয়ে যেভাবে চিকিৎসা ব্যবস্থার দিকে নজর দিতে ছুটে যাচ্ছেন বারেবারে কোভিড হাসপাতালে নিজের জীবনের কথা না ভেবে, সেকথা মাথায় রেখে বিশেষজ্ঞরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আপাতত ত্রিপুরার মুখ্যমন্ত্রী যেকোনোভাবে করোনামুক্ত করতে চাইছেন তাঁর রাজ্য, সে কথা স্পষ্ট বোঝা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!