এখন পড়ছেন
হোম > অন্যান্য > অনলাইনে টিকিট বুক করার ক্ষেত্রে নতুন নিয়ম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে? জানুন বিস্তারিত

অনলাইনে টিকিট বুক করার ক্ষেত্রে নতুন নিয়ম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিকে সামলে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। করোনা আবহের কারণে এবছর ২৬তম কলকাতা চলচ্চিত্র উৎসব দু-মাস পিছিয়ে শুরু করা হয়েছে। সেইসঙ্গে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে নবান্ন থেকেই ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা KIFF। উৎসবের উদ্বোধনে এবার ভার্চুয়ালি পাওয়া গিয়েছে বাদশাকে।

শাহরুখ খান ছাড়াও এদিন ভার্চুয়াল এই অনুষ্ঠানে যোগ দেন দেব, রুক্মিনী, পাওলি, তনুশ্রী, ঋতাভরী, সৌরসেনী, বনি, কৌশানি, সোহম, ঋতুপর্ণা প্রমুখরা। সেইসঙ্গে ছবি উৎসবের দায়িত্ব ছিলেন রাজ চক্রবর্তী। অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে এই বছর সৌমিত্র চট্টোপাধ্যায়কে বিশেষ শ্রদ্ধার্ঘ জানানো হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এবারের চলচ্চিত্র উৎসবের থিম হল ‘কান্ট্রি ইতালি’। উৎসবের উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’। সেইসঙ্গে উৎসবে প্রতিযোগিতায় সেরা ছবিকে রয়্যাল বেঙ্গল গোল্ডেন ট্রফি ছাড়াও ৫১লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে বলে জানা গেছে। সেইসঙ্গে এবছর সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বিশেষ প্রদর্শনী, আর অভিনেতার কর্মজীবনের বাছাই করা ৯টি ছবি প্রদর্শিত হবে বলে জানা গেছে।

তবে এই বছর টিকিট কাটার ক্ষেত্রে অনলাইন ব্যবস্থাকে বেছে নেওয়া হয়। জানানো হয়, শিশিরমঞ্চ, নন্দন, রবীন্দ্রসদন সহ সরকারি ৬টি প্রেক্ষাগৃহগুলোতেই একমাত্র দেখানো হবে চলচ্চিত্র উৎসবের ছবিগুলো। অনলাইনে বুক মাই শো-তে টিকিট কাটা যাবে। সেক্ষেত্রে কোনো বাড়তি খরচ লাগবে না। তবে যাদের স্মার্ট ফোন নেই, তাদের কথা চিন্তা করে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে বলেই জানা গেছে।

সেক্ষেত্রে জানানো হয়েছে, ১০ তারিখ পর্যন্ত যাঁরা অনলাইনে টিকিট বুক করেছেন, তাঁদের আসন সংরক্ষিত থাকছে। তবে যে সব শোয়ের টিকিট বুক হয়নি সেগুলি কার্ড যেমন, ডেলিগেট,প্রেস এবং গেস্ট এগুলির মাধ্যমে দেখা যাবে। তবে সব ক্ষেত্রেই করোনাবিধি মেনে তবেই দর্শকরা ছবি দেখতে পারবেন বলেই জানান হয়েছে। তবে ১১ই জানুয়ারি থেকে উৎসব শেষ হওয়ার পর্যন্ত অনলাইনে টিকিট সংরক্ষণ ব্যবস্থা থাকছে না বলেই জানা গেছে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!