এখন পড়ছেন
হোম > রাজ্য > কিষান সম্মান নিধি নিয়ে মমতাকে চিঠি কেন্দ্রের! জানুন বিস্তারিত!

কিষান সম্মান নিধি নিয়ে মমতাকে চিঠি কেন্দ্রের! জানুন বিস্তারিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প চালু করা হলেও, পশ্চিমবঙ্গ সরকার তা লাগু হতে দেয় না বলে নানা সময়ে অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি। সাম্প্রতিক কালে কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আর এই পরিস্থিতিতে এবার সেই কিষান সম্মান নিধি প্রকল্পে রাজ্য সরকার সহযোগিতা করলে বাংলার কৃষকরা টাকা পেতে পারেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। যাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই কিষান সম্মান নিধি প্রকল্পে 2 একরের কম যাদের জমি রয়েছে, সেই সমস্ত কৃষকরা বছরে তিনটি কিস্তিতে মোট 2 হাজার করে 6 হাজার টাকা পান। সম্প্রতি এই প্রকল্পের অংশ হিসেবে দেশের প্রায় 9 কোটি কৃষকের জন্য 18 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তবে বাংলায় কৃষকবন্ধু প্রকল্প থাকার কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের এই প্রকল্প হতে দেওয়া হচ্ছিল না বলে নানা সময়ে অভিযোগ করা হয়েছে। তবে সম্প্রতি কেন্দ্রের এই প্রকল্প চালু করার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে রাজ্য সহযোগিতা করলেই বাংলার কৃষকরা টাকা পাবেন বলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।

জানা গেছে, এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছিলেন। যেখানে বলা হয়েছে, রাজ্য সহযোগিতা করলেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঢুকে যাবে। পাশাপাশি কোনোমতেই রাজ্যের হাতে সেই টাকা তুলে দেওয়া হবে না বলেও সেই চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে কেন সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা যাবে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই প্রশ্নের উত্তর দিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এদিনের চিঠিতে বুঝিয়ে দিলেন যে, কোনোভাবেই রাজ্যকে টাকা দেওয়া হবে না‌। বরঞ্চ সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে দেবে কেন্দ্রীয় সরকার। তবে এক্ষেত্রে শুধুমাত্র রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলে বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। স্বাভাবিক ভাবেই এখন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর পক্ষ থেকে এই চিঠি মুখ্যমন্ত্রীকে দেওয়ার পরে রাজ্য সরকারের অবস্থান কি হয়, সেটাই দেখার বিষয় সকলের কাছে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকার লাগু হতে দিচ্ছে না। এক্ষেত্রে তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার রাজনৈতিক দ্বিচারিতার অভিযোগ উঠেছে। কিন্তু সাম্প্রতিককালে কৃষকদের জন্য চালু করা কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে প্রয়োগ করতে কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে বাংলার রাজ্য সরকারের সহযোগিতার কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। এখন দেখার বিষয়, কেন্দ্রের পক্ষ থেকে পাওয়া চিঠির জবাবে কি বলেন বাংলার প্রশাসনিক প্রধান! কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর প্রত্যাশা মত সত্যি সত্যিই রাজ্য সরকার এই ব্যাপারে কেন্দ্রকে সাহায্য করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!