এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কীভাবে আবারও স্কুলে ভরতি হবে পড়ুয়ারা, নতুন নিয়ম ঘোষণা শিক্ষামন্ত্রীর

কীভাবে আবারও স্কুলে ভরতি হবে পড়ুয়ারা, নতুন নিয়ম ঘোষণা শিক্ষামন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতির আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল রাজ্যে। যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষার তিনটি বিষয় বাকি থাকতেই শুরু হয়ে যায় লকডাউন। গত কয়েক মাস ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফল বেড়োনো নিয়ে প্রচুর চাপানউতোর দেখা গিয়েছে। কিন্তু অবশেষে আইএসসি, আইসিএসসি এবং সিবিএসসির পর আজ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হল। তবে এবার অন্যান্য বারের মত স্বাভাবিকভাবে সব কিছু যে হবেনা তা আগেই আন্দাজ করা গিয়েছিল।

সূত্রের খবর, মাধ্যমিকের ফলাফল জানা যাবে আজ অবশ্যই। তবে হাতে রেজাল্ট পেতে গেলে অপেক্ষা করতে হবে আরো দুদিন। ভার্চুয়াল পদ্ধতিতে মাধ্যমিকের ফলাফল জানা গেলেও এবার ভর্তি কি করে হওয়া যাবে তাই নিয়ে চিন্তা শুরু হয়েছে পড়ুয়াদের। আর সেক্ষেত্রে রাস্তা দেখালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষার্থীদের আগামী দিনে স্কুলে ভর্তি হবার নিয়মকানুন সম্পর্কে জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেসব মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে ভর্তি হতে চায় তারা আগামী 1 থেকে 10 ই আগস্ট এর মধ্যে এই সুযোগ পাবে।

এবং যারা স্কুল বদল করে নতুন স্কুলে যেতে চাইছে, তাঁরা আগামী 11 থেকে 31 আগস্টের মধ্যে সে সুযোগ পাবে। তবে দুই ক্ষেত্রেই ভর্তি হতে হবে অনলাইনে। চলতি বছরের মাধ্যমিকের ফলাফল বেরোনোর পর বরাবরের মতন দেখা গেছে, পাশের নিরিখে কলকাতাকে টেক্কা দিয়েছে এবারেও জেলা। প্রথম স্থান দখল করেছে পূর্ব মেদিনীপুর এবং তারপরেই জায়গা পেয়েছে পশ্চিম মেদিনীপুর। চলতি বছরে রাজ্যের বিভিন্ন স্কুলে 84 জন পড়ুয়া মেধা তালিকায় জায়গা করে নিলেও কলকাতার কোন ছাত্র-ছাত্রী মাধ্যমিকের মেধা তালিকায় নেই বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, পশ্চিমবঙ্গের শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাশের হার। অন্যদিকে জানা গেছে, মাধ্যমিকের ফলাফল জানা যাবে অনলাইনে ওয়েবসাইট কিংবা এসএমএসের মাধ্যমে। তবে আগামী 22 এবং 23 শে জুলাই স্কুল থেকে মার্কশিট পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র গার্জিয়ানরা পরীক্ষার্থীদের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন নিয়ে গেলে মার্কশিট হাতে পাবেন।

করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের রেজাল্ট বেরোনো নিয়ে শিক্ষার্থীরা পড়েছিল সবথেকে চিন্তায়। এদিন তাঁদের চিন্তা দূর হলো বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের পালা। জানা গেছে, আগামী শুক্রবার রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও পরীক্ষার ফল জানতে পারবে অনলাইনেই। পাশের পর অনলাইন পদ্ধতিতেই বিভিন্ন কলেজে ভর্তির জন্য আবেদনও করতে পারবে।

তবে কবে থেকে কলেজে ভর্তি হওয়া শুরু হবে তা নিয়ে অবশ্য এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। অন্যদিকে করোনা আবহে পরীক্ষার মূল্যায়ন কিভাবে হয়েছে, তা নিয়ে অবশ্য অনেক আগে থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তিনটি বিষয় বাদ দিয়েই সার্বিক মূল্যায়ন এর ভিত্তিতে নাম্বার দেওয়া হবে বলে জানা গেছে। আপাতত মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর এবার নজর উচ্চ মাধ্যমিকের ফলাফলের দিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!