এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কিভাবে নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে ভোট পরবর্তী হিংসার তথ্য-প্রমাণ? গোপন কথা ফাঁস করলেন দিলীপ

কিভাবে নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে ভোট পরবর্তী হিংসার তথ্য-প্রমাণ? গোপন কথা ফাঁস করলেন দিলীপ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন থেকেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ বারবার উঠেছে। বিজেপি কর্মীদের প্রবল হেনস্থা, মারধর, বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, এমনকি খুনের অভিযোগ পর্যন্ত উঠেছে। এরপর ভোট-পরবর্তী হিংসার তদন্তে নামে সিবিআই ও সিট। কিন্তু ভোট পরবর্তী হিংসার একুশটি মামলার তথ্য প্রমাণ হাতে পায়নি সিবিআই । ৬৪ টি মামলার মধ্যে ৩৯ টি মামলার তদন্ত করতে গিয়ে তথ্যপ্রমাণ না পাওয়ার কারণে রাজ্য পুলিশের হাতে তুলে দেয়া হলো মামলাগুলি। কিভাবে হারিয়ে গেল এই মামলাগুলোর তথ্য, প্রমাণ? এবার গোপন কথা ফাঁস করলেন দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানালেন, ভোট-পরবর্তী হিংসার তথ্য গোপন করে দেয়া হচ্ছে। বহু মানুষ সেসময় আতঙ্কিত হয়ে পুলিশের কাছে যেতে পারেননি। পুলিশের কাছে গেলে আবার হেনস্থা হতে হবে। এছাড়া এখনো প্রচুর মানুষ ঘরছাড়া হয়ে রয়েছেন। বাড়ি ফিরলেই আবার তাদের উপর অত্যাচার করা হবে। পুলিশের কাছে গেলেও একই অবস্থা হবে। তিনি জানালেন সিবিআই তদন্তভার গ্রহণের পর প্রায় ৩৫ টি এফআইআর করা হয়েছে।

মানুষের ঘরবাড়ি লুঠ করা হয়েছে, সম্পদ লুট করা হয়েছে, ইজ্জত লুট করা হয়েছে। এরপরও ধর্ষণের মামলাকে কি করে ফিরিয়ে দিতে পারে সিবিআই? সত্যিটা সামনে চলে আসবে। দিলীপ ঘোষ আরও জানালেন, কিছু পা ধরা মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে এই সমস্ত প্রচার করে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে তিনি বলতে চান এভাবে বেশিদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে তারা বাঁচাতে পারবেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!