এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > খেজুরির দখল ফিরিয়ে আনতে বিজেপি কর্মীদের উপর ব্যাপক বোমাবাজি-গুলির অভিযোগ, রণক্ষেত্র এলাকা!

খেজুরির দখল ফিরিয়ে আনতে বিজেপি কর্মীদের উপর ব্যাপক বোমাবাজি-গুলির অভিযোগ, রণক্ষেত্র এলাকা!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে বিভিন্ন এলাকা‌। শাসক-বিরোধী রাজনৈতিক বিবাদের পাশাপাশি এবার তা হাতাহাতির আকার পর্যন্ত নিতে শুরু করেছে। এবার বিজেপি কর্মী সমর্থকদের মারধরের ঘটনায় রণক্ষেত্রের আকার নিল পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকা। সূত্রের খবর, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার খেজুরি 2 দক্ষিণ মন্ডলের বোগা মোড়ে বিজেপির তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অভিযোগ, বিজেপি কর্মীরা সেখানে জমায়েত করতেই তাদের ওপর হামলা চালানো হয়। পাশাপাশি গুলি এবং বোমাবাজিও হয় বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। আর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কর্মসূচিতে এভাবে হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের অধিকারী গড়ের সম্রাট শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা বৃদ্ধি পেতে শুরু করেছে। মন্ত্রীপদ ত্যাগ করার পর তিনি দলত্যাগ করতে পারেন বলে মনে করা হচ্ছে। আর তৃণমূল কংগ্রেস ত্যাগ করলে তিনি বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে যে পূর্ব মেদিনীপুরে এতদিন কোনো রকম রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ ওঠেনি, সেই পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক দোলাচলের মাঝে এই ধরনের ঘটনা সামনে আসায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই গোটা ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগের আঙুল তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের ভয় দেখাতেই এই হামলা করা হয়েছে। কিন্তু এভাবে বিজেপিকে আটকে রাখা যাবে না। যদিও বা বিজেপির এই দাবিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

তাদের পাল্টা দাবি, তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতেই বিজেপির পক্ষ থেকে এই ধরনের চক্রান্ত করা হচ্ছে। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না। তবে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই একে অপরের দিকে অভিযোগ করায় উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনের সময় যতই এগিয়ে আসবে, ততই এলাকায় এই রকম ঘটনা ঘটার প্রবণতা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!