এখন পড়ছেন
হোম > অন্যান্য > এখনও বেঁচে আছে সামান্য আশা! মরনবাঁচন ম্যাচের আগে কোন ফর্মুলায় টীম সাজাচ্ছে KKR? জেনে নিন

এখনও বেঁচে আছে সামান্য আশা! মরনবাঁচন ম্যাচের আগে কোন ফর্মুলায় টীম সাজাচ্ছে KKR? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কেকেআরের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে কেকেআর সমর্থকদের। এমন পরিস্থিতিতে কি করে বাঁচা যায় সেই চিন্তায় রয়েছে কেকেআর সমর্থকরা। আর সেখানে আজকের ম্যাচে জিতলেও কেকেআরের প্লে-অফে পৌঁছানোর রাস্তা যে খুব একটা সুগম নয়, সে কথাই বোঝা গেছে। আর সেইসঙ্গে আজকের খেলায় কেকেআরের টিমের কার অবস্থা কেমন রয়েছে সেটা দেখে নেওয়া প্রয়োজন।

এক্ষেত্রে সবার প্রথমে যে দুজনের কথা বলতে হয়, তারা হলেন শুভমন গিল এবং নিতিশ রানা। বস্তুত এই দুজনের হাত ধরেই কেকেআর সর্মথকরা যে টিমের জন্য এখনো আশা রেখেছেন সে কথা বললে অত্যুক্তি করা হয় না। তার কারণ ধারাবাহিকভাবে আইপিএলে বড় রান করতে না পারলেও শুভমনের কাছ থেকে যে ভালো রান করার প্রত্যাশা রাখা যায়, একথা অস্বীকার করা যায় না।

অন্যদিকে কেকেআরের ব্যাটিংয়ের অন্যতম ভরসা নিতিশ রানা। দিল্লি ক্যাপিটালস বা চেন্নাই এর বিরুদ্ধে তিনি যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন সে ক্ষেত্রে তার ওপরে ভরসা রাখা যেতে পারে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এর পরে যাদের কথা আসে, তারা হল বিশ্বসেরা ইয়ন মর্গ্যান এবং রাহুল ত্রিপাঠী।

এক্ষেত্রে মর্গান আজকের ম্যাচে নিজের ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষকে কোন ফর্মুলায় কুপোকাত করবেন সেই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। অন্যদিকে রাহুল ত্রিপাঠী এবছর আইপিএলে তেমনভাবে পারফর্ম করতে না পারলেও আজ সেই সুযোগে তিনি নতুন কোনো পরিবর্তন আনতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা। তবে এরপর যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন দীনেশ কার্তিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আইপিএল শুরু থেকেই তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে বড় রকমের প্রশ্ন উঠেছিল। অন্যদিকে টুর্নামেন্টের মাঝপথে নিজের ক্যাপ্টেন্সি ছাড়ার পর ব্যাটেই জবাব দেবেন বলেছিলেন কার্তিক। কিন্তু আদতে তা না হওয়ায় তাঁকে নিয়ে কটাক্ষ করতে দেখা যায় অনুরাগীদের।

তবে অন্যদিকে রাসেলের চোট এবং তাঁকে মাঠে নামতে দেখা যায়নি অনেকগুলি ম্যাচেই। কিন্তু আজকের ম্যাচেও আদৌ তিনি নামবেন কিনা, সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এরই মধ্যে সবথেকে বড় যে প্রশ্ন তিনি হচ্ছেন রিঙ্কু সিং। তিনি কেন কেকেআরের হয়ে মাঠে নামছেন সেই প্রশ্ন তুলেছিলেন অনেকেই। বস্তুত মর্গান রাসেলের মত খেলোয়ার থাকতে তাঁকে নিয়ে এত কেন মাতামাতি, সেই প্রশ্ন উঠেছিল অনেক ক্ষেত্রেই।

অন্যদিকে সুনীল নারিন, পাট কাম্মিনস, বরুণ চক্রবর্তী এদের ওপর যথেষ্টই আশা রয়েছে বলে মনে করা হয়। নারিন ব্যাট হাতে ভালো পারফর্ম না করলেও বোলার হিসেবে তাঁর প্রতি ভরসা রাখতে পারা যায় বলেই মনে করা হয়। অন্যদিকে প্যাট কামিন্সকে নিয়েও আশার আলো দেখছে নাইট অনুরাগীরা।

অন্যদিকে বরুণ চক্রবর্তী গত ম্যাচে ভালো পারফরম্যান্স করতে না পারলেও তার খেলার মধ্যে যে একটা ছন্দ আছে সে কথা অস্বীকার করা যায় না। যার কারণে তিনি ইতিমধ্যেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বলেও জানা গেছে। অন্যদিকে লকি এবং নগরকোটির উপরেও ভরসা রেখেছেন অনেকেই। তবে যাই হোক না কেন, আজকের ম্যাচ যে কেকেআরের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ, সেকথাই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!