এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভাগ্য ফিরিয়ে কি KKR-কে জয়ের সরণীতে ফেরাতে পারবেন দীনেশ কার্তিক? চেন্নাই ম্যাচের আগে জল্পনা

ভাগ্য ফিরিয়ে কি KKR-কে জয়ের সরণীতে ফেরাতে পারবেন দীনেশ কার্তিক? চেন্নাই ম্যাচের আগে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে আইপিএল। সেই সঙ্গে নিজেদের ভাগ্য অন্বেষণে নেমে পড়েছে সব দলই। তবে ভাগ্য অন্বেষণের খেলায় টস যে একটা বড় ভূমিকা পালন করে, সেকথা বলার অপেক্ষা রাখে না। আজকে আইপিএল ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই বনাম কলকাতা। তাই তার আগে সিএসকে অধিনায়ক এমএস ধোনি ও কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের টস ভাগ্য একবার দেখে নেওয়া যেতে পারে।

আইপিএলে এখনও পর্যন্ত ২১ বার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। সেই সঙ্গে ১৩ বারই টসে জিতেছেন এমএস ধোনি। অন্যদিকে ৭ বার জিতেছে কেকেআর। এই জেতা-হারার পিছনে টস যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেকথা বলাই বাহুল্য। আইপিএলে এখনও পর্যন্ত ৯২ বার টসে জিতেছেন চেন্নাই অধিনায়ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর ৮২ বার হেরেছেন। অন্যদিকে এখনও পর্যন্ত কেকেআরকে ৩৬টি ম্যাচে নেতৃত্ব দিতে দেখা গেছে দীনেশ কার্তিককে। সেখানে টসে তাঁর জয় হয়েছে ১৫ বার। আর হেরেছেন ২১ বার টস। তাই দেখতে গেলে আইপিএলে চেন্নাই সুপার কিংস যতটা সফল, ঠিক ততটাই এমএস ধোনির টস ভাগ্যকেও সফল বলে বলা যেতেই পারে। তাই টুর্নামেন্টের সব অধিনায়কদের থেকে টস ভাগ্যে এগিয়ে রয়েছেন ক্যাপ্টেন কুল।

অন্যদিকে, ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হতে চলা খেলা নিয়ে উত্তেজনা রয়েছে। কারণ তাঁদের মতে, যে দল টস জিতবে, তারা বেশি সুবিধে পাবে। এর কারণ স্বরূপ মঙ্গলবারের ম্যাচের কথা তুলে ধরা হয়েছে। দেখা গেছে এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এরপর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রানের লক্ষ্যমাত্রা তৈরি করেছিল রোহিত শর্মা টিম।

তাই মনে করা হচ্ছে, আজকের ম্যাচে টসে জিতে যে দল ব্যাটিং এর সিদ্ধান্ত নেবে, তারা বাড়তি সুবিধা পেতেই পারে। অন্যদিকে, আইপিএলে টস জয়ের ভাগ্যে মহেন্দ্র সিং ধোনির পরেই রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। এই তরুণ ক্রিকেটার এখনও পর্যন্ত ১৪ বার টসে জিতেছেন। সেই সঙ্গে হেরেছেন ১০ বার। তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।

তিনি এখনও পর্যন্ত আইপিএলে ৫২ বার টসে জিতেছেন এবং হেরেছেন ৫২ বার। টসে জেতার প্রতিযোগিতায় চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। আইপিএলে তিনি টসে জিতেছেন ৫৩ বার এবং হেরেছেন ৫৭ বার। তবে এই তালিকার প্রায় শেষের দিকেই আছে কেকেআর অধিনায়ক। তিনি সপ্তম স্থানে রয়েছেন বলে জানা গেছে। তবে আজকের ম্যাচে কে টস যেতে এবং কিভাবে নিজের ভাগ্য পরিবর্তনে তা সহায় হয়, সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!