এখন পড়ছেন
হোম > অন্যান্য > IPL-এর আগেই অন্যতম সেরা অস্ত্রের হুঙ্কার: নতুন অস্ত্র নিয়ে তৈরী! অন্যদের ঘুম কতটা ওড়াবে KKR?

IPL-এর আগেই অন্যতম সেরা অস্ত্রের হুঙ্কার: নতুন অস্ত্র নিয়ে তৈরী! অন্যদের ঘুম কতটা ওড়াবে KKR?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- মানুষের জীবনে কোন কাজ করতে গেলে ভুল হবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভুল থেকে যদি মানুষ সঠিক শিক্ষা নিয়ে নিজের ভুলটা শুধরে নেয়, তবেই তা জীবনে কাজে আসতে পারে। সম্প্রতি এ কথাই বোঝা গেল আইপিএলে কেকেআরের দলের অন্যতম ভরসা কুলদীপ যাদবের কাছে। তাঁর কথায়, আগের খেলা তাঁর কাছে মোটেই আশাপ্রদ ছিল না। সেই নিয়ে মানসিকভাবে ভেঙ্গেও পড়েছিলেন তিনি। তবে তাঁর মতে প্রতিটা মানুষের জীবনে এমন সময় আসে যে সময় তাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়। তবে এই সময়ের থেকেই তিনি শিক্ষা নিয়েই নিজেকে গোছানোর কাজ করেছেন বলেই জানা গেছে। আর তাই এবার খেলায় তাঁর যে একটা বিশেষ ভূমিকা থাকতে চলেছে, সেটা বলাই বাহুল্য।

অন্যদিকে তাঁর মতে, ক্রিকেট এমনই একটি খেলা যাতে ব্যর্থতা আসবেই। একজন ক্রিকেটারের জীবনে কখনো প্রতিটা সময় এমন যায়না, যখন কিনা সেই ব্যক্তি প্রতিবারই তার সেরাটা দিতে পারে। তবে এক্ষেত্রে তাঁর পরামর্শ তাড়াহুড়ো না করে একটা নির্দিষ্ট প্ল্যানমাফিক কাজ করা উচিত। তবে সেক্ষেত্রে যদি কোন সময় সেই প্ল্যান কাজে নাও লাগে তবুও ভেঙে না পড়ে নতুন কিছু পাওয়ার উদ্দেশ্যে লড়ে যাওয়া দরকার। তবে কেমন হচ্ছে তাঁর নতুন প্রাক্টিস?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এ বছরের আইপিএলের আগে তিনি নতুন করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তাই অন্যান্য দলের ব্যাটসম্যানদের উদ্দেশ্যে তাঁর সতর্কবার্তা, যে তাঁর ঝুলিতে রয়েছে নতুন কিছু ডেলিভারি রহস্য, যা কিনা তিনি উদঘাটন করবেন এবছরের আইপিএলে। প্রসঙ্গত উল্লেখ্য, এ বছরের আইপিএল করোনা পরিস্থিতির কারণে একটু বেশিই স্পেশাল। এই খেলা নিয়ে অন্যবারের চেয়ে এবারের উত্তেজনা অনেক বেশি। তার কারণগুলির মধ্যে একটি যেমন এতদিন বাদে খেলা শুরু হচ্ছে আর তাছাড়া এতদিন করোনা পরিস্থিতিতে বাড়িতে থাকার পর ক্রিকেট তারকারাও নিজেদের নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন। তাই আইপিএল নিয়ে এবারের উত্তেজনা একটু বেশি। আর সেখানে কুলদীপ যাদবের বক্তব্য, এবারের খেলায় কিছু বিশেষ ডেলিভারি দেখা যাবে তাঁর হাতে। অন্যদিকে করোনা পরিস্থিতিতে কেমন কাটছে সেখানকার ক্রিকেট তারকাদের জীবন?

এই প্রশ্নের উত্তরে জানা গেছে, তিনি আশা করছেন আমিরশাহির পিচ স্পিন করার জন্য যথেষ্ট প্রস্তুত হবে। ফলে নতুন কিছু স্পিনশট এখানে দেখা যেতে পারে। এছাড়াও স্পিনারদের কিছু অপ্রত্যাশিত পারফর্মেন্স আশা করা যেতেই পারে। কারণ প্রত্যেকেই নতুন উদ্যমে খেলায় যোগদান করেছেন। অন্যদিকে পিচ ভালো হওয়ায় স্পিনাররা একটু বেশি সুবিধা পাবেন বলেও মনে করেন তিনি। তাই সবাই নিজেদের নিজেদের পারদর্শিতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন বলে জানা গেছে। যেমনভাবে তিনি নিজেকে তৈরি করছেন, তাতে বিরোধী দলের উইকেট নিতে তিনি মুখিয়ে রয়েছেন বলেই জানা গেছে। এছাড়াও কেকেআর এবার যেভাবে দল সাজিয়েছে তাতে ছবিটা একটু অন্যরকম হতেও পারে। কারণ দলের মধ্যেই সংমিশ্রণ ঘটেছে বিভিন্ন প্রতিভার। আর প্রস্তুতির জন্য তারা যথেষ্ট সময় পেয়েছেন বলেই মনে হচ্ছে। তাই আপাতত সব ভুলে পারফরম্যান্সের দিকেই চোখ রয়েছে তাদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!