এখন পড়ছেন
হোম > খেলা > KKR জার্সিতে কি এবারের IPL-এ শেষ ম্যাচ খেলে ফেললেন এই মহাতারকা? কোচের কথায় তীব্র জল্পনা!

KKR জার্সিতে কি এবারের IPL-এ শেষ ম্যাচ খেলে ফেললেন এই মহাতারকা? কোচের কথায় তীব্র জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেক বিশেষজ্ঞের মতেই এবছর খেলায় খেলোয়াড়দের নামানোর সহজ ছন্দটা নষ্ট হয়েছে। বস্তুত, দিল্লির পর চেন্নাই ম্যাচেও প্রথম একাদশে কুলদীপ যাদব সুযোগ পাননি। এই প্রসঙ্গে নাইটদের বোলিং কোচকে প্রশ্ন করা হলে তিনি বলেন দেন যে, আমিরশাহীর মাঠের আয়তনের কথা এবং স্পিন বিভাগের দুরন্ত বোলিংয়ের কথা মাথায় রেখেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাতেই এই স্পিনারের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে।

তবে কুলদীপের প্রশংসা করতেও দেখা গেছে তাঁকে। তাঁর কথায়, গোটা দলেই যে একটা সুস্থ প্রতিযোগিতা রয়েছে, সেকথা নিজেও জানেন বিশ্বের অন্যতম এই স্পিন বোলার। কুলদীপ প্রথম একাদশে না থাকলেও তিনি তাই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সবসময় বিবেচিত হবেন। তবে জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়া সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজি দলে কুলদীপের সুযোগ না পাওয়াতে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, এর ফলে কুলদীপের আত্মবিশ্বাস আরও কমে যেতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাছাড়া তাঁর মতো বিশ্বমানের স্পিনারের ফর্ম যতই খারাপ হোক, তাঁকে দলে রাখাটা উচিত বলেই মনে করছেন অনেকে। কারণ, যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘোরানোর তাঁর ক্ষমতা রয়েছে। তবে এখানে তাঁকে টক্কর দিতে উঠে এসেছে নতুন নাম। এর আগেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে আউট করে কলকাতাকে জিতিয়ে দিতে দেখা গিয়েছিল রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে। শুধু ওই একটি উইকেটই নয়, দলে সুযোগ পাওয়ার পর থেকেই বেশ ভাল পারফরম্যান্স করছেন তিনি।

আর তাতেই নাকি চিন্তার ভাঁজ পড়েছে কুলদীপ যাদবের কপালে। বর্তমানে ক্রিকেট বিশ্বে তিনিই একমাত্র সক্রিয় চায়নাম্যান স্পিনার। সঙ্গে জাতীয় দলেরও নিয়মিত সদস্য তিনি। তবে একটা সময় কেকেআরের অন্যতম ভরসার জায়গায় থাকলেও এখন সেই জায়গাটা সরতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছে। তবে সমস্যা হচ্ছে অন্যখানে। অনেকের কথায়, আইপিএলে গতবছর থেকে তাঁর পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক নয় বলেই মনে করছেন অনেকে। যার ফলে বাদ পড়তে হয়েছে দল থেকে। তবে কবে আবার দলে ফিরবেন সে কথা ঠিক করে বলা সম্ভব হচ্ছে না। আর আইপিএল দলে সুযোগ না পাওয়ার অর্থ একটাই, জাতীয় দলে থাকার সম্ভাবনা কমে যাওয়া।

তাই এবারের আইপিএলে যে কুলদীপ যাদবের কেরিয়ারটাই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, সে কথা বলাই বাহুল্য। তবে এখানে আশা জুগিয়েছেন কেকেআর কোচ। তাঁর কথায়, কুলদীপ বিশ্বের সেরা স্পিনারদের মধ্যে একজন। কুলদীপও কেকেআর দলের অংশ। গত দু’ম্যাচ ওকে বাদ পড়লেও কুলদীপ নাকি দলের অন্দরে এখনও জরুরি পরামর্শ দিয়ে সাহায্য করছে দলকে। তাই দলে তাঁর উপস্থিতিটাই অনেক বেশি দরকার বলেই মনে করছেন কেকেআর কোচ। সেইসঙ্গে নাকি কুলদীপ অনুশীলনেও খুব পরিশ্রম করছে, যাতে দলের একাদশে ফিরতে পারা যায়। তবে শেষমেষ কোনদিকে তাঁর ভাগ্যের বল গড়ায়, সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!