এখন পড়ছেন
হোম > অন্যান্য > মহাষ্টমীতে মহা-চ্যালেঞ্জের মুখে KKR, কোন ফর্মুলায় ফেরা যাবে জয়ের সরণীতে চিন্তায় ম্যানেজমেন্ট

মহাষ্টমীতে মহা-চ্যালেঞ্জের মুখে KKR, কোন ফর্মুলায় ফেরা যাবে জয়ের সরণীতে চিন্তায় ম্যানেজমেন্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মহাঅষ্টমীতে কেকেআর মহা চ্যালেঞ্জের মুখোমুখি। বিগত ম্যাচে ব্যাঙ্গালুরুর কাছে হেরে খেলায় টিকে থাকার সম্ভাবনা প্রায় হারিয়ে ফেলেছে কেকেআর। তাই আগামী আইপিএলের চারটি ম্যাচের মধ্যে থেকে তিনটি ম্যাচে জিততে না পারলে কেকেআরের আইপিএল স্বপ্ন শেষ হয়ে যাবে। তাই এখন থেকে কোমর বেঁধেছে নাইটরা।

এখানে বলে রাখা দরকার, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স এর এই সফর খুব একটা সহজ হবে বলে মনে করা হচ্ছে না। কারণ ইতিমধ্যেই ১৪ পয়েন্ট নিয়ে আইপিএলের প্রথমে রয়েছে দিল্লি। আর তাঁদের দলের সম্রাট শিখর ধাওয়ান শেষ দুটি ম্যাচে সেঞ্চুরি করে ক্রিকেট সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। নাইটদের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে ম্যাচে সেঞ্চুরির হ্যাটট্রিক দেখার অপেক্ষায় রয়েছেন অনেকেই।

যদিও তাঁর কথায় সেঞ্চুরি করার পরিকল্পনা নিয়ে তিনি মাঠে নামতে রাজি নন। তাঁর সেরাটা দেওয়ার জন্যই তিনি মাঠে নামবেন। আর নিজের উপর সম্পূর্ণ আস্থা রেখেই তিনি খেলবেন বলে জানিয়েছেন তিনি। যার ফলে তাঁর আত্মবিশ্বাসই তাঁকে পৌঁছে দেবে তাঁর কাম্য লক্ষ্যে। অন্যদিকে কেকেআর হারলে প্লে-অফের জন্য নিশ্চিত হয়ে যাবেন শ্রেয়াস আইয়াররা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই মরগানের দলকে নতুন করে সাজিয়ে নেওয়ার জন্য প্রয়োজন অনেক বেশি পরিকল্পনার। কেকেআরের কথার প্রথমেই আসা যাক আন্দ্রে রাসেলের নামে। নিজের হাঁটু এবং হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছেন। এদিন দিল্লির বিরুদ্ধে একাদশে তাঁকে দেখার জন্য ভক্তদের ঔত্সুক্যকে বাড়িয়ে দুরন্ত অনুশীলন করতে দেখা গেছে তাঁকে।

যেভাবে অনুরাগীরা তাঁর ব্যাটিং ঝড়ের উপর ভরসা করে রয়েছে, তাতে তাঁর যে দায়িত্ব অনেকটা বেড়ে গেছে, সে কথা বলাই বাহুল্য। অন্যদিকে অধিনায়ক মর্গান তাঁকে সতীর্থদের উদ্বুদ্ধ করতে দায়িত্ব দিয়েছেন। আর সে ক্ষেত্রে তাঁর বার্তা, একটুকরো জমি বিনাযুদ্ধে ছাড়তে রাজি নন তিনি। তিনি যে খেলতে এসেছেন, লড়াই করে জিততে এসেছেন, সেই কথাই বুঝিয়ে দিয়েছেন তিনি।

অন্যদিকে শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, নীতেশ রানাদের নিয়েও বেশ চিন্তা রয়েছে সকলের। গত ম্যাচে যেখানে মোহাম্মদ সিরাজের গতি ও সুইংয়ের মাশুল দিতে হয়েছিল নাইটদের, আজ শুভমনদের সামনে রাবাডা বা নইখের কি রূপ দেখা যাবে সেই নিয়ে জল্পনা চলছে সর্বত্র। বস্তুত, তাঁর হাত ধরেই আইপিএলের ইতিহাসে দ্রুততম ডেলিভারি হয়ে এসেছে।

তাই বিপক্ষে তাঁর মত বোলার থাকলে সমস্যা তো থেকেই যায়। অন্যদিকে নাইটদের হয়ে স্পিন বিভাগে রয়েছেন অশ্বিন আর অক্ষর প্যাটেল। তবে এখানে চিন্তার বিষয় হচ্ছে সুনীল নারাইনের চোট নিয়ে। কারণ তিনি যে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, সে কথা বলা যাচ্ছে না। ফলে দিল্লির বিরুদ্ধে তাঁর প্রত্যাবর্তন নিয়েই আপাতত চিন্তায় রয়েছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!