এখন পড়ছেন
হোম > অন্যান্য > নাইটদের দলে কার আগমনের ঘটনায় শোনা যাচ্ছে আবারও সুখের বার্তা?

নাইটদের দলে কার আগমনের ঘটনায় শোনা যাচ্ছে আবারও সুখের বার্তা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই শোনা গিয়েছিল হাতের চোট সারিয়ে ইয়ন মরগানের নাইট দলে ফেরার সুখবর। তবে বর্তমানে ম্যাচ প্রাক্টিসিং এও নাইটদের দল বেশ ভালই পারফর্ম করছে বলে জানা গেছে। সেই সঙ্গে দীনেশ কার্তিকের নতুন এফোর্ট দলকে সাফল্যের জায়গায় নিয়ে যাবে বলেই আশা করছেন নাইট কোচ। তবে এবার সেই দলে আগমনের বার্তা পাওয়া গেল আর এক প্রেশারের, যার মাধ্যমে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে চলেছে নাইট দল। তবে কে তিনি? যার আসার খবরে খুশির হাওয়া বইছে নাইট শিবিরে।

কিছুদিন আগেই নাইট দল তথা আইপিএল থেকে বিদায় নিয়েছেন পেসার হ্যারি গার্নি। কাঁধের চোটের জন্যই নাকি তিনি গোটা টুর্নামেন্টই খেলতে পারবেন না বলে জানা গেছে। তবে তাঁর পরিবর্তে নাইট দল প্রথমে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে সই করানোর চেষ্টা করেছিল বলে জানা যায়। কিন্তু বাংলাদেশ বোর্ড মুস্তাফিজকে ছাড়পত্র না দেওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। এরপরই নাকি আলি খানকে সই করানোর সিদ্ধান্ত নেয় নাইট ম্যানেজমেন্ট। আর তাঁরই আসার কথা তাই শোনা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তিনি নাইট শিবিরে প্রথম নন, জানা গেছে সম্প্রতি টুর্নামেন্ট জেতা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানেরই আরেকটি দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে তিনি আগে থেকেই খেলেন। ক্যারিবিয়ান লিগের সবচেয়ে সফল পেসারদের মধ্যে অন্যতম পেসার তিনি। তাঁর দক্ষতায় নিয়মিত ঘণ্টায় ১৪০ কিমি বেগে বল করতে পারেন বলে জানা গেছে। সেইসঙ্গে সামান্য সুইংইকেই তাঁর সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখেন ক্রিকেটাররা। এই মরশুমেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি ১২ ম্যাচে আট উইকেট দখল করে নিয়েছেন বলে জানা গেছে।

আলি খান ছাড়া আইপিএলের এই মরশুমে ক্রিকেটার প্যাট কামিন্সকে সই করিয়েছে নাইটরা। জানা গেছে তিনি সবচেয়ে দামী প্লেয়ার। এছাড়াও ব্যাকআপ হিসেবে থাকছেন লকি ফার্গুসন। দেখতে গেলে বিদেশি পেসার হিসেবে এদের দুজনেরই আলি খানের আগে সুযোগ পাওয়ার কথা। এদের পাওয়া না গেলে তবেই আলি সুযোগ পেতে পারেন, এমনটাই হিসেব। তাই নাইট একাদশে তাঁর স্থান হবে কিনা সেই নিয়ে জল্পনা রয়েছে। তবে জন্মসুত্রে পাকিস্তানি হলেও আলি খান আমেরিকার নাগরিক। গত মরশুমেও কিন্তু তাঁকে রেখেছিল কেকেআর ক্লাব। যদিও শেষপর্যন্ত সই করানো হয়নি। তবে এবারই প্রথম আমেরিকান হিসেবে আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। তাই আপাতত ভালোটাই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!