এখন পড়ছেন
হোম > অন্যান্য > প্রথম ম্যাচের আগেই নাইট শিবিরে অধিনায়কত্ব নিয়ে ঝড়? যে কোন মুহূর্তে কার্তিকের ঘাড়ে খাঁড়া?

প্রথম ম্যাচের আগেই নাইট শিবিরে অধিনায়কত্ব নিয়ে ঝড়? যে কোন মুহূর্তে কার্তিকের ঘাড়ে খাঁড়া?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- যেকোনো খেলার ক্ষেত্রে একটি দলকে শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে নিতে অগ্রণী ভূমিকা নেন একজন যোগ্য অধিনায়ক। কারণ কোনো খেলোয়াড়ের যোগ্যতা বুঝে নেওয়া থেকে শুরু করে তাঁকে সেই যোগ্যতা অনুযায়ী গড়ে তোলা, এই সমস্ত কিছুই করে তোলেন একজন যোগ্য অধিনায়ক।

আর শুধু একজন খেলোয়াড়কে নিয়েই নয় বিশেষত ক্রিকেট বা ফুটবলের মত যে খেলাগুলি দলবদ্ধভাবে খেলা হয়ে থাকে, সেক্ষেত্রে সমস্ত দলকেই নির্দিষ্ট দিকে অগ্রসর করা থেকে শুরু করে প্রত্যেক খেলোয়াড়কে একসাথে কন্ট্রোল করা, সমস্ত গুরু দায়িত্বই পড়ে একজন দক্ষ অধিনায়কের হাতে। তবে এই সমস্ত কাজই তাদেরকে করতে হয় খেলোয়াড়দের মন বুঝে, তাদের অবস্থা মত। তাই যে কোনো দলকে শ্রেষ্ঠত্ব পেতে গেলে সেই দলের অধিনায়ককে হতে হয় অত্যন্ত যোগ্য এবং দৃঢ়।

বর্তমানে খেলার কথা বলতে গেলে উঠে আসে আইপিএল। কারণ এতদিন পর বহু প্রতীক্ষিত সেই আইপিএল শুরু হয়েছে। আর আইপিএলের কথা হলে সেখানে কলকাতার টিমের কথা আসবে না তা হতে পারে না। তাই অধিনায়কের কথা বলতে গেলে বলতে হয় কেকেআরের অধিনায়কের কথা। ২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের হাত ধরে কলকাতা নাইট রাইডার্স এগিয়ে গিয়েছিল অনেকটাই। সে দু’বছর তারা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তবে এরপর দীনেশ কার্তিকের হাতে খেলার অধিনায়কত্ব যাওয়ায়, তারপর থেকে কিন্তু ভালো পারফর্মেন্স করতে পারেনি বলেই দেখা গেছে কেকেআর।

এই নিয়ে আগের বছর রাসেল এবং দিনেশ কার্তিকের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছিল তাও কারো অজানা নয়। এ বছর খেলা শুরু হওয়ার আগে গিল কিন্তু তেমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন, যে এবছর সেই মনোমালিন্যের আভাস হয়তো তাদের খেলার মধ্যে পড়তে পারে। কিন্তু অবশেষে সব বাধা কাটিয়ে দেখা গেছে, দিনেশ কার্তিকই কেকেআরের অধিনায়ক হিসেবে উঠে এসেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সম্প্রতি সুনীল গাভাস্কারের একটি দাবিতে দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সুনীল গাভাস্কার দাবি করেছেন, কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়কত্ব বদলের সময় হয়তো হয়ে গেছে। তাই দীনেশ কার্তিকের বদলে এবার সেই অধিনায়কত্ব তুলে দিতে দেওয়া যেতে পারে একজন যোগ্য মানুষের কাছে। আর তিনি আর কেউ নন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান।

প্রসঙ্গত উল্লেখ্য, এ বছর আইপিএলে একাধিক ভালো ব্যাটসম্যান রয়েছে কেকেআরে। তাদের মধ্য থেকে রাসেল যেমন সেরা অস্ত্র, সে ছাড়াও প্যাট কামিন্স, ইয়ন মরগান, নারিন এমন খেলার মোড় ঘোরানোর তারকারাও রয়েছেন।তাই ভালোভাবে এদেরকে খেলাতে পারলে এবারের আইপিএল জয়ের যে অনেক কাছাকাছিই পৌঁছে যাবে কেকেআর, সে কথা বলাই বাহুল্য।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেট তারকা জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্স এবারে অনেক বেশি শক্তিশালী। কারণ তাদের এবার ব্যাটিং অত্যন্ত শক্তিশালী হতে চলেছে। আর যেখানে রয়েছেন ইয়ন মরগানের মতো অভিজ্ঞ ক্রিকেটার, সেখানে তারা যে এবার জয়ের অনেকটাই কাছাকাছি, সে কথা আলাদা করে বলে দিতে হয়না। তাই তাঁর মত, প্রথম কয়েকটা ম্যাচে যদি দীনেশ কার্তিকের অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্স ভালো পারফর্মেন্স করতে না পারে, তবে সেই অধিনায়কত্ব ইয়ন মরগানের হাতে তুলে দেওয়া যেতেই পারে। তাই দীনেশ কার্তিক যে আপাতত অধিনায়কত্ব নিয়ে বেশ মুশকিলে পড়তে পারেন সেই আশঙ্কাই করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!