এখন পড়ছেন
হোম > অন্যান্য > ব্যাটে-বলে জঘন্য পারফরম্যান্স করে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল দিশেহারা নাইট রাইডার্স!

ব্যাটে-বলে জঘন্য পারফরম্যান্স করে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল দিশেহারা নাইট রাইডার্স!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল দিনটা যতটা আশা নিয়ে শুরু করেছিল কলকাতাবাসী, দিনের শেষটা হয়ত ততটাই আশাহত হতে হল তাদের। কারণ বহু প্রতীক্ষার পর অবশেষে আইপিএলে অনেক আশা নিয়ে কেকেআর খেলতে নামলেও প্রথমেই মুখ থুবড়ে পড়েছে তারা। আর সেই সঙ্গে কালকের জয় ছিনিয়ে নিয়ে গেছে মুম্বাই। তবে এটা প্রথম নয়, আগেরবারেও এমনটাই কিন্তু ঘটতে দেখা গিয়েছিল। সেই সঙ্গে আবারো মন খারাপ হলো কলকাতাবাসীর।

এদিন মুম্বাইয়ের ১৯৬ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানে থামতে হয় নাইট বাহিনীকে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স। এরপর কুইন্টন ডি’‌কক প্রথম ওভারেই চলে যান। তারপর মাঠ দাপিয়ে বেড়ান হিটম্যান আর সূর্যকুমার যাদব। তিন নম্বরে নামা সূর্যকুমার রানআউট হওয়ার আগে ৪৭ রান করেন। তাদের প্রচেষ্টায় দ্বিতীয় উইকেটে যোগ হয় ৯০ রান। এরপর দলের হাল ধরতে মাঠে নামেন রোহিত শর্মাই। কামিন্সের এক ওভারে দু’‌টি বড় ছয় মারেন তিনি। সেইসঙ্গে রাসেল–নারিনের মত বোলারদেরও বাপি বাড়ি যা বলেই থমকে দেন। তবে শেষপর্যন্ত রানরেট বাড়াতে গিয়ে শিবম মাভির বলে আউট হন তিনি। এদিন তিনি দলে যোগ করেন ৫৩ বলে ৮০ রান। এই ইনিংসে রোহিত মারেন তিনটি চার এবং ছ’‌টি ছয়। সেই সঙ্গে টুর্নামেন্টে ২০০টি ছয় মারার রেকর্ডও করে ফেলেন তিনি। শেষপর্যন্ত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৫ রান করন মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরের তরফে মাভি দু’‌টি উইকেট, নারিন এবং রাসেল একটি করে উইকেট পান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, ব্যাট করতে নেমে শুরুতেই পরপর দু’‌উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতার নাইট শিবির। দুই ওপেনার শুভমান গিল ৭ রানে, এবং সুনীল নারিন ৯ রানে ব্যর্থ হয়ে ফিরে যান। তবে তিন নম্বরে নামা দলের আধিনায়ক দীনেশ কার্তিক এবং নীতীশ রানা দলের হাল ধরবেন বলে আশা করলেও মাত্র ৩০ রান করেই ফিরে যেতে হয় এই নাইট অধিনায়ককে। এরপর ‌২৪ রান করেই ফিরে যান নীতীশ রানাও। জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ৫০ বলে ১১৯ রান।

এরপর ২২ গজে নামেন আন্দ্রে রাসেল। নাইট অনুরাগীদের এত আশা, এত ঔৎসুক্য যে এবার হয়ত রাসেল ঝড় উঠবে। কিন্তু গতবারের রাসেল এদিন ব্যর্থ হন। মর্গ্যান–রাসেল জুটি অনেক চেষ্টা করলেও, এদিন কিন্তু শেষরক্ষা হয়নি। গতকাল ১৬তম ওভারের প্রথমে বুমরাহের বলে আউট হন রাসেল। মাত্র ১১ রান করেই ফিরে যান এই ক্যারিবিয়ান তারকা। এর সঙ্গে ওই ওভারেই মাত্র ১৬ রানে ফিরে যেতে হয় মর্গ্যানকেও। আর সেখানেই হয়ত নাইটদের আশা শেষ হয়ে যায়। শেষদিকে কামিন্স কিছুটা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ১২ বলে ৩৩ রান করে, একটি চার এবং চারটি ছয় মারেন তিনি। শেষপর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানে থেমে যায় নাইটরা। ম্যাচ হারেন ৪৯ রানে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!