এখন পড়ছেন
হোম > অন্যান্য > রুদ্রাক্ষ আপনার জীবনে আনতে পারে প্রচুর উন্নতি, কিন্তু কতমুখী ধারণ করলে পাবেন সুফল? জেনে নিন

রুদ্রাক্ষ আপনার জীবনে আনতে পারে প্রচুর উন্নতি, কিন্তু কতমুখী ধারণ করলে পাবেন সুফল? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সংস্কৃত ভাষায় রুদ্র অর্থাৎ শিবের চোখ বলতে বোঝায় রুদ্রাক্ষ। তবে অনেক ক্ষেত্রে একে শিবের প্রতীক হিসেবেও দেখেন অনেকে। পৌরাণিক কাহিনি অবলম্বনে জানা যায় আসুর বধ করতে গিয়ে অপলক তাকিয়ে থাকলে শিবের চোখ থেকে যে জল খসে পড়ে তা থেকে জন্ম হয় রুদ্রাক্ষের।

সাধারণত গাছের ফল বা বীজ হিসেবে পরিচিত এই রুদ্রাক্ষের গুণাগুণ নির্ধারিত হয় এটির কটি মুখ তার উপর ভিত্তি করে। তবে ১ থেকে ৩৮ মুখী রুদ্রাক্ষের কথা জানা গেলেও সবকটি পাওয়া যায় না। প্রাপ্তির সহজলভ্যতা হিসেবে এর দাম এরও ফারাক লক্ষ্য করা যায়। যেমন সহজলভ্য নয় বলে ১৪ থেকে ২১ মুখী রুদ্রাক্ষের দাম অনেক বেশী।

তবে আপনার জীবনে কতোমুখী রুদ্রাক্ষ ধারণ করলে পাবেন সুফল জেনে নিন –

৩ মুখী – আপনার সংসারে যদি থাকে মানসিক অশান্তি, চাপ অশান্তি তাহলে ৩ মুখী রুদ্রাক্ষ আপনাকে দিতে পারে সেই অশান্তি থেকে মুক্তি।

৪ মুখী – এই রুদ্রাক্ষ ধারণ করলে হতে পারে আপনার সার্বিক ভাগ্যের উন্নতি। আপনার জীবনের হঠকারিতা দূর করতেও সাহায্য করতে পারে।

৫ মুখী – এই রুদ্রাক্ষ ধারণের ফলে আপনার সন্তানের সাময়িক অবাধ্যতা চলে গিয়ে উন্নতি ঘটতে পারে।

৬ মুখী – কর্মস্থানে মান যশ বাড়ানোর সঙ্গে সঙ্গে সন্তানের জীবনে সফলতা আনতে পারে এটি।

৭ ও ৮ মুখী – কর্মক্ষেত্রে সফলতা, মান যশ বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি এগুলি আনতে পারে এই রুদ্রাক্ষ।

৯ ও ১০ মুখী – আপনার সন্তান অবাধ্য হলে বা অর্থনৈতিক দিক থেকে প্রতিকূল পরিবেশ এলে কাজে আসতে পারে এই রুদ্রাক্ষ।

১১ ও ১২ মুখী – আপনার জীবনের সঞ্চয়, শরীর স্বাস্থ্য, মান যশ, সুখ শান্তি ও ভাগ্য উন্নতির পথে পরিচায়ক হতে পারে এই রুদ্রাক্ষ।

১৩ ও ১৪ মুখী – বুদ্ধির বিকাশে কিম্বা ব্যবসায় সফলতা আনতে এই মুখী রুদ্রাক্ষ কাজে আসতে পারে। এছাড়া গৃহে সুখ শান্তি ও কর্মে সাফল্য ও আনে।

রুদ্রাক্ষের মালা হাজার বছর ধরে হিন্দু সম্প্রদায় , বৌদ্ধ ও বাউলদের কাছে পবিত্র বস্তু হিসেবে পরিচিত। তবে আপনার জীবনেও এর সুপ্রভাব নিতে তাই আজই শুরু করতে পারেন এর ব্যবহার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!