এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > কবে আসবে শীত? বৃষ্টি থামবে কবে? জেনে নিন সবটাই

কবে আসবে শীত? বৃষ্টি থামবে কবে? জেনে নিন সবটাই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুর্গাপুজোর মেটার পর থেকে বাতাসে একটু একটু করে হিমের পরশ লাগছিল। শীতের অনুভূতির সামান্য হলেও পাওয়া যাচ্ছিল। কিন্তু এবার শীতের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অসময়ের বৃষ্টি। সারা বছর ধরে একের পর এক নিম্নচাপ রাজ্যবাসীকে চরম দুর্দশার মধ্যে ফেলেছে। এখনও নিম্নচাপের হাত থেকে মুক্তি নেই। আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কোথাও কোথাও মাঝারি, কোথাও এক পশলা বৃষ্টি চলছে। আকাশের মুখ ভার সকাল থেকেই।

তবে স্বস্তির খবর হলো আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। বুধবার সকালের মধ্যে মালদা জেলার কিছু অংশ বাদ দিলে উত্তরবঙ্গের বাকি জায়গার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। কিন্তু দক্ষিণবঙ্গের আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বুধবারের মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামকে বাদ দিলে বাকি দক্ষিণবঙ্গ শুকনো থাকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে রাতের তাপমাত্রা সে রকম পরিবর্তন না হলেও 24 ঘন্টা পর থেকে কিন্তু রাতের তাপমাত্রা কমতে শুরু করতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও নামবে আকাশ পরিষ্কার হলে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে যা ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এর উপর দিয়ে।

জানা যাচ্ছে, অন্য আরেকটি নিম্নচাপ রয়েছে দক্ষিণ কর্ণাটক এবং সংলগ্ন তামিলনাড়ুর ওপর। একটি অক্ষরেখা অবশ্য তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূল হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত ছড়িয়ে রয়েছে। সব মিলিয়ে শীতের শুরুতেই যেভাবে নিম্নচাপের ঘনঘটা এবং বৃষ্টির তোড় বেড়েছে, তাতে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। পাশাপাশি এক অস্বস্তিকর পরিস্থিতি। মঙ্গলবারের পর থেকে আবার ঠান্ডা স্বমহিমায় ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!