এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > কবে আসতে চলেছে করোনা ভ্যাকসিন? ভ্যাকসিন নিয়ে চাঞ্চল্যকর দাবি রাশিয়ার

কবে আসতে চলেছে করোনা ভ্যাকসিন? ভ্যাকসিন নিয়ে চাঞ্চল্যকর দাবি রাশিয়ার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সারা বিশ্ব এই মুহূর্তে করোনা পরিস্থিতি সামাল দিতে রীতিমতো জেরবার। দীর্ঘদিন ধরেই করোনা পরিস্থিতি অব্যাহত। তবে যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি আরও খারাপের দিকে চলেছে। একাধারে সংক্রমণের সংখ্যা যেমন বেড়ে চলেছে, অন্যদিকে একইভাবে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অবস্থার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সারা বিশ্ব চরম আতঙ্কে ভুগছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মানবজাতি বনাম ভাইরাসের এই যুদ্ধে এখনো পর্যন্ত বেশ কয়েক কদম পিছিয়ে আছি আমরা। কারণ এই যুদ্ধের লড়াইয়ের প্রধান অস্ত্র প্রতিষেধক যা এই মুহূর্তে অমিল।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে এই মুহূর্তে প্রায় প্রতিটি দেশ প্রতিষেধক আবিষ্কারে দিনরাত এক করে চেষ্টা চালাচ্ছেন। আর তাই বলা যায়, করোনার প্রতিষেধক আবিষ্কার এখন মাত্র সময়ের অপেক্ষা। তবে এবার বোধহয় সময়ের অপেক্ষা শেষ হল। কারণ রাশিয়ার বিজ্ঞানীরা ইতিমধ্যে জানিয়েছেন, আগামী আগস্টের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য প্রথম ভ্যাকসিন সর্বসম্মুখে আসতে চলেছে। ইতিমধ্যে রাশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভ্যাকসিন তৈরিতে সাহায্য করেছে গামেলেই ইনস্টিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি।

এই ভ্যাকসিন প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন ইনস্টিটিউট ফর ট্রান্সল্যাশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির ডিরেক্টর ভাদিম তারাসভ। তাঁর কথায় ইতিমধ্যে প্রথম করোনা ভ্যাকসিন ট্রায়াল সম্পূর্ণ করেছে সেচেনভ বিশ্ববিদ্যালয়। জানা গেছে, এই বিশ্ববিদ্যালয় ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছিল গত 18 ই জুন। প্রথম দফায় যাঁদের ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তাঁদের পনেরোই জুলাই ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। দ্বিতীয় দফার ট্রায়ালে যারা অংশ নিয়েছিলেন, তাঁদেরকেও আগামী 20 শে জুলাই ছেড়ে দেওয়া হবে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সেচেনভ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লিনিকাল রিসার্চের প্রধান গবেষক এলিনা স্মলইয়ারচাক জানিয়েছেন, আগত করণা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শেষ হয়েছে এবং তার কার্যকারিতা ইতিমধ্যে প্রমাণিত। অন্যদিকে রাশিয়ান সংবাদমাধ্যমকে গামালেই সেন্টারের ডিরেক্টর অ্যালেক্সান্ডার জিন্টসবার্গ জানিয়েছেন, আগামী 12 থেকে 14 ই আগস্ট এর মধ্যে সাধারণ নাগরিকদের জন্য আবিষ্কৃত নতুন করোনা ভ্যাকসিন বাজারে এসে পড়বে।

তবে বেসরকারি ক্ষেত্রে এই ভ্যাকসিনের উৎপাদন শুরু হবে সেপ্টেম্বর থেকে বলে জানা গেছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, একটি ভ্যাকসিন আবিষ্কার করতে গেলে তাকে 3 ফেজ ট্রায়াল সম্পূর্ণ করতে হয়। রাশিয়ার নতুন ভ্যাকসিন এর ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু তা হয়নি বলে খবর। বরং হু জানাচ্ছে, তাঁদের কাছে যে তথ্য রয়েছে তাতে জানা গেছে, রাশিয়ার আবিষ্কৃত নতুন ভ্যাকসিন এখনো পর্যন্ত ফেজ 1 ট্রায়ালে রয়েছে।

শুধু রাশিয়াই নয়, বিভিন্ন দেশে যেভাবে করোনা ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষা চলছে, তাতে কেউ-ই এখনো পর্যন্ত 3 ফেজ ট্রায়াল সম্পূর্ণ করেনি বলেই জানিয়েছে হু। তবে বিতর্ক যাই থাক না কেন, রাশিয়ার নতুন ভ্যাকসিন আবিষ্কারের খবরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে রাশিয়া যে দাবি করছে তা যদি সত্যি হয়, তাহলে রাশিয়ান নাম বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপাতত বিশ্ববাজারে এই ভ্যাকসিনের আগমন কতদিনে হয়, সে দিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!