এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কবে হবে নির্বাচনের দিন ঘোষণা? ইঙ্গিত কিন্তু মিলতে শুরু করেছে

কবে হবে নির্বাচনের দিন ঘোষণা? ইঙ্গিত কিন্তু মিলতে শুরু করেছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের দামামা বেজে উঠেছে। প্রতিটি রাজনৈতিক দল জোর দিয়েছে ব্যাপকভাবে প্রচার কর্মসূচীতে। এবার শুধু বাকি নির্বাচনের দিন ঘোষণার। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এবার হাতে মাত্র আর সামান্য সময়ের বাকি, আর তারপরেই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হবে। তবে এই মনে হওয়ার কারণ অবশ্যই আছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার তোড়জোড় শুরু করে দিয়েছে। অন্যদিকে রাজ্যের ভোট কর্মী যারা হবেন, তাঁদের করোনার টিকাকরণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

সূত্রের খবর, নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলাশাসকের দপ্তরে জানানো হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে ভোট কর্মীদের টিকাকরণ শেষ করতে হবে। আর সেখান থেকেই অনুমান করা হচ্ছে, মার্চ মাসে হয়তো বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হবে। জানা গিয়েছে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসলেও তাঁদেরও টিকাকরণ সম্পূর্ণ হবে আগে।

ভোটের দিন এখনও ঘোষণা না হলেও নির্বাচন কমিশন আকারে ইঙ্গিতে সে দিকেই এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ এসেছে, আগামী 25 শে ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের কাজ শেষ করতে হবে। এবং 28 শে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের করোনা যোদ্ধাদের টিকাকরণ শেষ করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর পরেই শুরু হবে ভোট কর্মীদের টিকাকরণ। একই সাথে কেন্দ্রীয় বাহিনীর টিকাকরণ এবং ভোটের সময় নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়ির চালক এবং খালাসিদেরও টিকাকরণ হবে বলে খবর। ইতিমধ্যেই জানা গিয়েছে, শিক্ষক ও শিক্ষাকর্মী, সরকারি কর্মচারীসহ প্রায় 9 লক্ষ মানুষের নাম নথিভুক্ত হয়েছে করোনার টিকাকরণের তালিকায়। ইতিমধ্যেই পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যদপ্তরের কর্মীরা অর্থাৎ রাজ্যের প্রথম সারির যোদ্ধাদের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। 

পাশাপাশি খবর এসেছে, আগামীকাল 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছেন। এবং তাঁরা বীরভূমে প্রথম যেতে চলেছেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও টিকাকরণ করা হবে বলে জানানো হয়েছে।করোনা পরিস্থিতিতে কোনরকম ঝুঁকি যে কমিশন নিতে চায়না, সে ব্যাপারে আগেভাগেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 

পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, রাজ্যের সরকারি কর্মীদের টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে হবে এবং স্কুল-কলেজের শিক্ষক, অধ্যাপকদেরও টিকাকরণ হবে। সব মিলিয়ে ভোটের প্রস্তুতির জন্যই যে এত আয়োজন, সেকথা বলাইবাহুল্য। আর তার সাথে করোনার টিকাকরণ যেভাবে দ্রুত গতিতে সম্পন্ন করার কাজ চলছে, তাতে সহজেই অনুমেয় হাতে আর বিশেষ সময় নেই। নির্বাচনের দিনক্ষণ যেকোনো সময় ঘোষণা হয়ে যেতে পারে করোনার টিকাকরণ শেষে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!