এখন পড়ছেন
হোম > রাজনীতি > কবে হতে চলেছে বাংলার বিধানসভা উপনির্বাচন? জেনে নিন সম্ভাব্য দিনক্ষণ!

কবে হতে চলেছে বাংলার বিধানসভা উপনির্বাচন? জেনে নিন সম্ভাব্য দিনক্ষণ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে কি দরজায় কড়া নাড়তে চলেছে বাংলার সাত আসনের বিধানসভা নির্বাচন? বারবার তৃণমূলের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে, দ্রুত যাতে বকেয়া থাকা বিধানসভা আসনের উপনির্বাচন সম্পন্ন করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি সহ একগুচ্ছ কারণে এখনও পর্যন্ত কমিশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যদিও বা তৃণমূলের প্রতিনিধি দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়ে দ্রুত নির্বাচন করার পক্ষে আওয়াজ তোলা হয়েছে। আর এই পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যাকে কেন্দ্র করে আশার আলো তৈরি হয়েছে শাসক দলের অন্দরে।

সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর মাসের একদম শেষ দিকে রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে স্বাধীনতা দিবসের পরেই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত যাতে উপনির্বাচন করানো হয়, তার জন্য অনেক দিন ধরেই দাবি জানাতে শুরু করেছে ঘাসফুল শিবির। যদিও বা করোনা পরিস্থিতি সহা একগুচ্ছ কারণের কথা তুলে ধরে উপনির্বাচন হলে কেন পৌরসভা নির্বাচন হবে না, তা নিয়ে পাল্টা শাসক দলের ওপর চাপ সৃষ্টি করতে দেখা যাচ্ছে বিরোধী দল বিজেপিকে। যদিও বা তৃণমূল চেষ্টার কোনো ত্রুটি রাখেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে উপনির্বাচন করা না যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। কারণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। তাই তাকে যে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে আবার জিতে আসতে হবে। তাই মুখ্যমন্ত্রী হওয়ার ছয় মাসের মধ্যে যদি তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন, তাহলে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। তাই এই বিষয়টিকে মাথায় রেখে তৃণমূলের পক্ষ থেকে লাগাতারভাবে কমিশনের দ্বারস্থ হয়ে দ্রুত নির্বাচন করানোর ব্যাপারে আর্জি জানানো হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার সেপ্টেম্বর মাসের শেষের দিকে উপনির্বাচন হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ল।

যদিও বা এতকিছু সম্ভাবনা তৈরি হলেও, বিজেপির পক্ষ থেকে কিন্তু নিজেদের বক্তব্য থেকে সরে আসা হচ্ছে না‌। গেরুয়া শিবিরের দাবি, যদি উপনির্বাচন হয়, তাহলে খুব দ্রুত রাজ্য সরকারকে বকেয়া থাকা পৌরসভা নির্বাচনগুলো সম্পন্ন করার ব্যাপারে নজর দিতে হবে। যাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তবে এখনও পর্যন্ত এই দিনক্ষণ জল্পনার পর্যায়েই রয়েছে। কমিশনের পক্ষ থেকে চূড়ান্তভাবে কিছুই জানানো হয়নি। তবে সেপ্টেম্বরে রাজ্যের বিধানসভা উপনির্বাচনগুলি করার ব্যাপারে সম্ভাবনা তৈরি হলেও, সেই বিষয়ে কমিশনের পক্ষ থেকে কি বলা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!