এখন পড়ছেন
হোম > রাজনীতি > কবে হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক? দিনক্ষণ জানিয়ে দিলেন মমতা!

কবে হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক? দিনক্ষণ জানিয়ে দিলেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এক বছর আগে করো না পরিস্থিতির কারণে মাধ্যমিক পরীক্ষা ঠিকমতো সম্ভব হলেও উচ্চমাধ্যমিকের বেশকিছু পরীক্ষা প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল শেষ পর্যন্ত করোনাভাইরাস এর কারণে শেষের দিকের কিছু পরীক্ষা বাতিল করে অতীতের পরীক্ষার ভিত্তিতে তার নম্বর বসিয়ে দেওয়া হয় আর এক বছর পর আবার করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারন করার কারণে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্প্রতি স্থগিত রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছিল তবে পরীক্ষাতে হচ্ছে সেই ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আর এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হতে চলেছে, তার দিনক্ষণ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ। পড়াশুনো কার্যত শিকেয় উঠেছে। অনলাইন পরিস্থিতির ওপর নির্ভর করে পঠন-পাঠন পরিচালনা হচ্ছে। সেদিক থেকে স্কুলে তারা শেষ কবে গিয়েছে, তা ছাত্রছাত্রীরা অনেকেই মনে করতে পারছেন না। তবে করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউ আসার কারণে তা ভয়াবহ আকার ধারণ করার মাঝে স্কুল খুললেও আবার তা বন্ধ হয়ে যায়।

সেদিক থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে কার্যত চিন্তা বাড়তে শুরু করে সকলের মধ্যে। এক বছর আগেকার মতো আবার কি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে! এবারেও কি অনলাইনের মধ্যে দিয়ে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা? নাকি তাদের নম্বর বসিয়ে দেওয়া হবে! তা নিয়ে নানা মহলে তৈরি হয় চিন্তা। তবে এবার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা যে রাজ্য সরকার গ্রহণ করছে এবং তা কবে হচ্ছে, সেই সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রীর সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণের ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই ব্যাপারে চূড়ান্ত দিনক্ষণ যে পর্ষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, সেই ব্যাপারটি জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম সামনে এসেছে। করোনা পরিস্থিতির কারণে এবং ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অন্য স্কুলে আর  পরীক্ষা দিতে যেতে হবে না। এক্ষেত্রে নিজের স্কুলেই পরীক্ষা গ্রহণ করা হবে। শুধু তাই নয়, এবার পরীক্ষার ক্ষেত্রে সময়ও অনেকটা কমিয়ে আনা হচ্ছে। এতদিন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা তিন ঘণ্টা ধরে হত। কিন্তু এবার দেড় ঘন্টা এই পরীক্ষার সময় ধার্য করা হয়েছে।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, জীবনের দুই বড় পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। এই পরীক্ষার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা যে শুধুমাত্র তাদের ভবিষ্যতের পথে শুধু ধাবিত হয়, তা নয়। এক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা সঞ্চয় হয় তাদের। সেক্ষেত্রে করোনা পরিস্থিতির কারণে এবার এই পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে কিনা, তা নিয়ে প্রথম থেকেই সংশয় তৈরি হয়েছিল। এমনকি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যের সঙ্গে এই ব্যাপারে একটি ভার্চুয়াল বৈঠক করা হয়।

তবে গোটা দেশের মধ্যে এই প্রথম পশ্চিমবঙ্গ এই সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হল। যেখানে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ নিজের স্কুলে সময় অনেকটা কম করে হলেও, জীবনের সবথেকে দুই বড় পরীক্ষায় এবার যে বসতে চলেছে ছাত্র-ছাত্রীরা, তা বলাই যায়। যাকে সাধুবাদ জানাচ্ছে গোটা শিক্ষামহল। তবে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী জুলাই এবং আগস্টে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হলেও, তার চূড়ান্ত দিনক্ষণ কি হয়, কি ঘোষণা করে পর্ষদ, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!