এখন পড়ছেন
হোম > জাতীয় > কবে খুলছে স্কুল, নতুন গাইডলাইনে পেশ কেন্দ্রের,

কবে খুলছে স্কুল, নতুন গাইডলাইনে পেশ কেন্দ্রের,


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত মার্চ মাসের শেষ দিক থেকে করোনা সংক্রমনের কারণে দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়। সম্প্রতি চলছে যার আনলক পর্ব। এই আনলক পর্বে অনেক কিছু খোলা হলেও খোলা হয়নি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ সময় ধরে বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা করোনা সংক্রমনের কারণে। সরকারি, বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা চলছে অনলাইনে। পরীক্ষার ব্যবস্থাও চলছে অনলাইনে, বাড়িতে বসেই। রাজ্যে ইতিপূর্বে করোনা সংক্রমনের কারণে উচ্চমাধ্যমিকের পরীক্ষা বাতিল করে দেয়া হয়েছিল। রাজ্য সরকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পরবর্তী ক্লাসে উত্তরণের বিষয়ে কোন রকম সমস্যা হবে না।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পঞ্চম দফায় আনলক পর্ব ঘোষণার সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজেদের বিবেচনা মতো স্কুল, কোচিং সেন্টার খোলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

কয়েকদিন আগের এই নির্দেশ জারি করার পর গতকাল সোমবার কেন্দ্রীয় সরকারের স্কুলশিক্ষা ও স্বাক্ষরতা দপ্তর স্কুল খোলার বিষয়ে রাজ্যগুলির জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করল। যে নির্দেশিকা জানানো হয়েছে যে, অভিভাবকদের লিখিত অনুমতি নিয়েই ছাত্রছাত্রীরা স্কুলে উপস্থিত হতে পারবে। তবে ছাত্রীদের উপস্থিতি নিয়ে স্কুল কর্তৃপক্ষ কখনোই কড়াকড়ি করতে পারবে না। কোন ছাত্রছাত্রী যদি ইচ্ছে করে, তবে সে অনলাইনের মাধ্যমে ক্লাস করতে পারবে

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্দেশিকাতে আরও জানানো হয়েছে যে, বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুমকেই উপযুক্তভাবে স্যানিটাইজ করতে হবে। প্রতিটি স্কুলে গঠন করতে হবে টাস্ক ফোর্স। যাতে কোন আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। নির্দেশিকাতে আরও জানানো হয়েছে যে, স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখেই ক্লাস করাতে হবে স্কুলগুলিকে।

স্কুলগুলিতে সারা বছরের জন্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে হবে। সেই ক্যালেন্ডার তৈরির ক্ষেত্রে এনসিআরটির গাইড লাইন মান্য করতে হবে। প্রসঙ্গত, রাজ্যে স্কুল খোলার ব্যাপারে মুখ্যমন্ত্রী ইতিপূর্বে জানিয়ে ছিলেন যে, চলতি অক্টোবর মাসের আগে কখনোই স্কুল খোলার ব্যাপারে চিন্তাভাবনা করছে না রাজ্য সরকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, রাজ্যের স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে কালী পূজার পর রাজ্যের করোনা পরিস্থিতির বিবেচনা করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!