এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কবে খুলছে শিক্ষাঙ্গন? বড় সিদ্ধান্তের কথা জানালেন ব্রাত্য!

কবে খুলছে শিক্ষাঙ্গন? বড় সিদ্ধান্তের কথা জানালেন ব্রাত্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ স্কুল এবং কলেজ। বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই শিক্ষাঙ্গন খোলার প্রক্রিয়া শুরু করেছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বারবার এই ব্যাপারে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কিন্তু পুজোর আগে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, পুজোর ছুটি শেষ হওয়ার পর স্কুল খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে এখনও পর্যন্ত কবে স্কুল খোলা হবে, সেই ব্যাপারে কোনো পাকাপাকি খবর সামনে আসেনি। আর এই পরিস্থিতিতে শারদ উৎসব মিটতে না মিটতেই কবে স্কুল খোলা হবে, সেই ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে সাংবাদিকরা শিক্ষামন্ত্রীকে একটি প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “করোনা পরিস্থিতির ওপরেই পুরোপুরি নির্ভর করছে কবে স্কুল খোলা হবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতেই চাই। মুখ্যমন্ত্রী যেভাবে পরামর্শ দেবেন, আমরা সেই মতো পদক্ষেপ গ্রহণ করব। করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি সবার আগে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে সব থেকে ভালো জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার নির্দেশ মেনেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ পুজোর ছুটির পর স্কুল খোলা হবে বলে মুখ্যমন্ত্রী জানালেও, এখনও পর্যন্ত যে সরকারি স্তরে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তা শিক্ষামন্ত্রী মন্তব্যের পরেই স্পষ্ট হয়ে গেল। তবে দ্রুত যাতে স্কুল খোলা যায়, তার জন্য কিন্তু দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞরা নিজেদের পরামর্শ দিয়ে আসছেন। কেননা দীর্ঘদিন অনলাইন ক্লাস করার কারণে ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী হওয়ার প্রবনতা যেমন কমছে, ঠিক তেমনই শিক্ষার মান নিম্নগামী হচ্ছে বলে দাবি করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে স্কুল খোলার ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করতেই বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তবে শেষ পর্যন্ত এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত গ্রহণ করেন, কবে খুলে যায় রাজ্যে শিক্ষাঙ্গনের বন্ধ থাকা দরজাগুলো, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!