এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কবে কখন তৃণমূলের বিরুদ্ধে জবরদস্ত আন্দোলনে নামবে কংগ্রেস? জানালেন অধীর

কবে কখন তৃণমূলের বিরুদ্ধে জবরদস্ত আন্দোলনে নামবে কংগ্রেস? জানালেন অধীর


প্রিয় বন্ধু মিড়িয়া রিপোর্ট – পুনর্বার প্রদেশ কংগ্রেস সভাপতি রূপে নির্বাচিত হলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। দ্বিতীয়বার কংগ্রেস সভাপতির পদে নির্বাচিত হয়ে বিধান ভবন থেকে তিনি ঘোষণা করলেন যে, রাজ্যের করোনা সংক্রমণের অন্ত হলেই রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র সংগ্রামে নামতে চলেছে কংগ্রেস।

প্রসঙ্গত, ইতিপূর্বেও অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে গত ২০১৮ সালে আকস্মিকভাবে তাকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারিত করে সেই পদ প্রদান করা হয়েছিল সোমেন মিত্রকে। এরপর সোমেন বাবুর মৃত্যুর এক মাস পর পুনরায় তাঁকে রাজ্য সভাপতির পদের দায়িত্বভার অর্পণ করা হলো।

প্রদেশ কংগ্রেস সভাপতি রূপে নির্বাচিত হবার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে বিধান ভবন থেকে সাংবাদিক বৈঠকে তিনি জানালেন যে, গত বুধবার রাতে সোনিয়া গান্ধী তাকে ফোন করে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি জানালেন, ” সোমেন মিত্রের মৃত্যুর পর কাউকে না কাউকে শূন্যস্থান পূরণ করাটা জরুরি হয়ে পড়েছিল। সেই সুবাদে আমাকে এই দায়িত্ব নিতে হয়েছে।” প্রসঙ্গত তিনি আরো জানান যে, বর্তমানে রাজ্যে কংগ্রেসের যেরকম রাজনৈতিক পরিস্থিতি। সেই পরিস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব গ্রহণ একটা বিরাট বড় চ্যালেঞ্জ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, তিনি জানালেন আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের নির্বাচনী জোট অটুট থাকবে। এরপরই তিনি জানালেন করোনার সংক্রমণ মিটে গেলেই রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আন্দোলনে সোচ্চার হতে চলেছেন তিনি ও তাঁর নেতৃত্বে কংগ্রেস দল। আগামী বিধানসভা ভোটের দিকে তাকিয়ে নতুন ভাবে জাগরুক হয়ে দলের সদস্যদের নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন তিনি।

অন্যদিকে, কংগ্রেস দল ত্যাগ করে অন্য দলে যোগদান করা কংগ্রেসের প্রাক্তন সদস্যদের তিনি কংগ্রেস দলে প্রত্যাবর্তনের বিশেষ বার্তা দিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ প্রসঙ্গে জানালেন যে, যারা কংগ্রেস ছেড়ে তৃণমূল, বিজেপি দলে যোগদান করেছেন, তারা পুনরায় কংগ্রেস দলে প্রত্যাবর্তন করুন। দল তাঁদের যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করবে। প্রসঙ্গত ইতিপূর্বে তিনি যখন কংগ্রেসের সভাপতি ছিলেন সেসময় তীব্র ভাঙ্গন দেখা দেয় কংগ্রেসে। এবার দ্বিতীয়বার সভাপতি হবার পর প্রাক্তনীদের দলে ফিরে আসার বিশেষ আবেদন জানালেন তিনি।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন সম্প্রতি রাজ্য কংগ্রেসের সর্বাধিক দাপুটে নেতা হলেন বহরমপুর সংসদ অধীর চৌধুরী। গত, ২০১৯ এর লোকসভা নির্বাচনে রাজ্যজুড়ে কংগ্রেসের ফল খারাপ হলেও নিজের গড়ে জয়ের ধারাকে অব্যাহত রাখতে পেরেছিলেন তিনি। আবার গান্ধী পরিবারের প্রতিও একনিষ্ঠ তিনি। এর ফলেই আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাঁকে রাজ্য সভাপতি পদের দায়িত্ব অর্পণ করলো কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব। এমনটাই, বিভিন্ন মহলের ধারণা। গতকাল তিনি জানিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে এক ইঞ্চিও জমি তিনি ছাড়বেন না তৃণমূল ও বিজেপিকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!